চীনের কৃষিজাত পণ্যের গুণগত মান ও নিরাপত্তা স্থিতিশীলভাবে উন্নত হচ্ছে । চীনের কৃষি মন্ত্রণালয়ের তথ্য কার্যালয় প্রকাশিত ২০০৭ সালের চতুর্থ কৃষিজাত পণ্যের গুণগত মান ও নিরাপত্তা পর্যবেক্ষণ প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে ।
এ প্রতিবেদনে জানা গেছে , সারা দেশের ৩৭টি শহরের শাকসব্জিতে কীটনাশক ওষুধের অবশিষ্টাংশ পর্যবেক্ষণ মানসম্মত হওয়ার হার ৯৫.৩ শতাংশে দাঁড়িয়েছে এবং ২২টি শহরের জলজ পণ্যের মধ্যে ন্যালেকটিনের দূষণ পর্যবেক্ষণ মানসম্মত হওয়ার হার দাঁড়িয়েছে ৯৯.৮ শতাংশে ।
জানা গেছে , ২০০৭ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চীনের কৃষি মন্ত্রণালয় কৃষিজাত পণ্যের গুণগত মান ও নিরাপত্তার ওপর বিশেষ সংস্কারমূলক কাজ চালিয়েছে এবং উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ।
|