ভারতের লোকসভার স্পীকার সোমনাথ চট্টোপাধ্যায় নয়াদিল্লী সফররত চীনের গণ কংগ্রেসের চীন-ভরতের মৈত্রী গ্রুপের চেয়ারম্যান এবং গণ কংগ্রেসের অর্থ কমিটির উপপরিচালক চিয়া জি চিয়ের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে ১ জানুয়ারী সাক্ষাত্ করেছেন।
সোমনাথ বলেন, দু'দেশের পার্লামেন্টারিরানদের আদান প্রদান ও সহযোগিতা জোরদার করা চীন ও ভারতের সম্পর্কের অব্যাহত উন্নয়নের জন্য সহায়ক হবে। তিনি আরেক বার ঘোষণা করেন যে, ভারত একচীন নীতিতে অবিচল থাকবে এবং দৃঢ়ভাবে তাইওয়ানের স্বাধীনতার বিরোধীতা করে। চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অর্জিত সাফল্যের তিনি গভীর মূল্যায়ণ করেন।
চিয়া জি চিয়ে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও ভারতের কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্কের সুষ্ঠু উন্নয়ন হয়েছে। চীন ও ভারতের যৌথ উন্নয়ন এবং বিশ্বের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির লক্ষ্যে আরো বেশি অবদান রাখার জন্য দু'পক্ষের পার্লামেন্টের নিয়মিত আদান প্রদান ব্যবস্থার ভিত্তিতে চীনের গণ কংগ্রেস ভারতের লোকসভার সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উত্তোরোত্তর উন্নয়নে কাজ করে যাবে।--ওয়াং হাইমান
|