v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-01 19:31:09    
 তুং জাতির গায়িকা উ হুই

cri

এতক্ষণ আপনারা যা শুনলেন , তা চীনের অন্যতম সংখ্যালঘু জাতি-তুং জাতির একটি লোক সংগীত । তুং জাতি দক্ষিণ পশ্চিম চীনের কুইচৌ ও হুনান প্রদেশে বসবাস করে । এ জাতির বয়স এক হাজারেরও বেশি । ১৯৫৮ সাল আগে তুং জাতির নিজের লিখিত ভাষা ছিল না । এ গানে তুং জাতির নিজের সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরা হয়েছে । গানটির গায়িকা থুং জাতির মেয়ে উ হুই । আজ এ অনুষ্ঠানে উ হুই ও তার গান পরিবেশন সম্পর্কে আপনাদের কিছু বলছি আমি…

উ হুই'র বয়স ২২ বছর । কুইচৌ প্রদেশের লিপিং জেলায় তার জন্ম। ছোট বেলায় পরিবারের অর্থাভাবের দরুণ তিনি লেখাপড়া করতে পারে নি । কিন্তু তার মিষ্টি কন্ঠের কারণে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিপিং জেলার নৃত্য ও সংগীত শিল্পী দলে ভর্তি হন । ২০০৫ সালে উ হুই ও দলের অন্য চার জন তুং জাতির মেয়ের উদ্যোগে একটি নৃত্য ও সংগীত শিল্পী দল গঠিত হয় । তারা কুই চৌ প্রদেশের সংখ্যালঘু জাতিসমূহের নৃত্য ও সংগীত প্রতিযোগিতায় অংশ নেন । সে প্রদেশের বিভিন্ন সংখ্যালঘু জাতির লোক সংস্কৃতি ও শিল্পকলা উত্তরাধিকার সূত্রে গ্রহণ ও তা আরো সম্প্রসারিত করার জন্য এ প্রতিযোগিতা আয়োজন করা হয় । প্রতিযোগিতা উ হুই ও অন্য চার জন মেয়ে রৌপ্যপদক জয় করেন । তাদের নৈপুণ্য ও কৃতিত্বের কারণে প্রাদেশিক সরকারের সংশ্লিষ্ট বিভাগের সুপারিশে তারা কুইচৌ বিশ্ববিদ্যালয়ের শিল্পকলা ইনস্টিটিউটের সংগীত বিভাগে ভর্তি হন । তারা বিনা পয়সায় লেখাপড়া করতেন । উ হুই আবেগের সঙ্গে বলেন ,

তাদের ভাগ্য খুবই ভাল । বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পত্র পেয়ে তারা খুব উত্ফুল্ল হয়ে উঠলেন ।

তাদের ক্লাসে আরো ছিল ১২জন বিভিন্ন অঞ্চলের সংখ্যালঘু জাতির সহপাঠী । উ হুই ও অন্য ৪জন তুং জাতির মেয়ে একই রুমে থাকতেন । প্রতি দিন সন্ধ্যায় তাদের রুম থেকে তুং জাতির মিষ্টি সংগীত শোনা যেতো ।

পাহাড়ী এলাকা থেকে উহুই ও তার চার বোন বিশ্ববিদ্যালয়ে দু'বছরেরও বেশি সময় ছিলেন এবং অনেক কিছু শিখেছেন । তারা তুং জাতির লোক সংগীত উত্তরাধিকার সূত্রে গ্রহণ করার পাশাপাশি নৃত্য ও সংগীত রচনার নতুন পদ্ধতি খুঁজে বের করার চেষ্টাও করেছেন । এখন উ হুই ও তার সঙ্গিরা সঙ্গীতের স্বরগ্রাম ঠিক করে দেয়ার পদ্ধতিতে তুং জাতির লোক সঙ্গীত সংগ্রহ শুরু করেছেন । তিনি বলেন ,

আগে তুং জাতির লোক সঙ্গীত শুধু মুখে মুখে প্রচলিত ছিল । এতে খুব সহজেই তা নষ্ট হতে পারতো । এখন সঙ্গীতের স্বরগ্রাম ঠিক করে দেয়ার পদ্ধতির ওপর নির্ভর করে তা বংশপরম্পরায় উত্তরাধিকার সূত্রে গ্রহণ করা যাবে ।

আগে তুং জাতির লিখিত ভাষা ছিল না । বেশ কিছু সাংস্কৃতিক ঐতিহ্য , আচার ব্যবহার সঙ্গীতের মাধ্যমে সংরক্ষণ করা হতো । তুং জাতির লোক সঙ্গীত সংগ্রহ করার পাশাপাশি উ হুই ও তার সঙ্গিরা বুঝতে পেরেছেন , তুং জাতির লোক সঙ্গীত যাতে আরো জনপ্রিয় হয়ে উঠে , সেজন্য তারা সঙ্গীতের আরো উদ্ভাবনের চেষ্টা করবেন ।

তুং জাতির লোক সঙ্গীতের নিখুঁত বৈশিষ্ট্য বজায় রাখার ভিত্তিতে তার সংস্কার ও উদ্ভাবনের কাজও করতে হবে । কারণ দর্শকরা তুং জাতির ভাষা বুঝতে পারেন না । কিন্তু তারা সঙ্গীতের বৈচিত্র্যময় বৈশিষ্ট্য খুব পছন্দ করেন ।

উ হুই ও তার তুং জাতির লোক সঙ্গীত দেশ-বিদেশে খুব জনপ্রিয় হয়ে উঠেছে । সঙ্গীত ও নৃত্য পরিবেশনের জন্য তিনি চীনের বিভিন্ন জায়গা ঘুরে বেড়িয়েছেন । বিদেশী দর্শকদের সামনে তুং জাতির অনন্য লোক সঙ্গীত প্রদর্শনের জন্য তারা রাশিয়া , ইউক্রেন ও নেদারল্যান্ডসহ বিভিন্ন দেশেও গিয়েছিলেন ।

দেশে-বিদেশে বেশ কয়েক বার সংগীত পরিবেশনের ফলে তুং জাতির লোক সঙ্গীত এখন জনপ্রিয় হয়ে উঠেছে । তুং আতির লোক সঙ্গীত আরো সম্প্রসারিত করার জন্য উ হুই ও তার সঙ্গিরা আরো বড় একটি নৃত্য ও সঙ্গীত শিল্পী দল গঠনের কথা ভাবছে । এতে যেমনি তুং জাতির শ্রেষ্ঠ সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈশিষ্ট্য প্রকাশ পাবে , তেমনি দেশ-বিদেশের দশর্কদের সামনে তা আরো ভালভাবে প্রদর্শন করাও যাবে ।

তুং জাতি সঙ্গীতকে ঐশ্বর্য বলে মনে করে । তাদের মনে , সঙ্গীত হচ্ছে জ্ঞান ও সংস্কৃতির প্রতীক । তুং জাতি অধ্যুষিত অঞ্চলে লোক সঙ্গীতের শিল্পীদের সুধী ব্যক্তি বলে গণ্য করা হয় । সাধারণ মানুষ তাদেরকে খুব মর্যাদা দেয় । উ হুই'র জন্মভূমি লিপিং জেলা এমন একটি অঞ্চল , যেখানে সবচাইতে বেশি তুং জাতির লোকেরা বসবাস করে । তুং জাতির লোকসংখ্যা সাড়ে তিন লাখ । তাদের বেশ কিছু লোক সঙ্গীত শিল্পী আছেন । এ জেলায় তুং জাতির লোক সঙ্গীতের ঐতিহ্য ও বৈশিষ্ট্য সুষ্ঠুভাবে সংরক্ষিত ।

গ্রামের প্রথম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে উ হুইকে গ্রামের তারকা বলে অভিহিত করা হয় । তার সাফল্য ও মর্যাদায় তুং জাতির লোক সঙ্গীত সম্প্রসারণের জন্য গ্রামবাসীদের আরো উত্সাহ দেয়া হয়েছে । তিনি বলেন ,

যখন তিনি বাড়িতে ফিরে আসেন , তখন গ্রামবাসীরা তার সঙ্গে কথা বলার জন্য তার বাসায় যেতে খুব পছন্দ করতো । এখন তার গ্রামে তুং জাতির লোক সঙ্গীত শেখা ও পরিবেশনের একটি কেন্দ্র খোলা হয়েছে ।

কুইচৌ প্রদেশে সংখ্যালঘু জাতিসমূহের নৃত্য ও সঙ্গীত ভিত্তিক ধারাবাহিকভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । আরো বেশি জ্ঞান ও নৈপুণ্য শেখার জন্য উ হুই'র মতো বেশ কিছু শিল্পীকে বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে । ফলে সংখ্যালঘু জাতির মূল্যবান শিল্পকলার বিকাশকে আরো ত্বরান্বিত করা হয়েছে । তুং জাতির লোক সঙ্গীতের জনপ্রিয়তা ক্রমাগত বেড়ে যাওয়ার ফলে বহু সংখ্যক পর্যটকরা তুং জাতির অধ্যুষিত অঞ্চল ভ্রমণে আসেন । ফলে তুং জাতির সংস্কৃতি ও ঐতিহ্যের বিকাশে আরো উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং গ্রামবাসীরা এখন সচ্ছল হয়ে উঠেছেন ।