v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-01 18:44:17    
চীন আন্তর্জাতিক বেতারের মহাপরিচালকের নববর্ষের শুভেচ্ছাবানী

cri

    ২০০৮ সাল আসা উপলক্ষে চীন আন্তর্জাতিক বেতারের মহাপরিচালক ওয়াং গেননিয়েন সি আর-আই-এর সকল কর্মীর পক্ষ থেকে হাজার হাজার মাইল দূরের সকল শ্রোতাবন্ধুদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ।

    প্রিয় শ্রোতাবন্ধুরা , ২০০৮ সালের নববর্ষের আগমনি ঘন্টা বাজানোর সময় আমি চীন আন্তর্জাতিক বেতারের সকল কর্মীর পক্ষ থেকে শ্রোতাবন্ধুদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অকৃত্রিম সুখশান্তি কামনা করছি । শুভ নববর্ষ । আপনাদের জীবনে হয়ে উঠুক আনন্দময় ও মৈত্রীর প্রতীক ।

    গেল এক বছরে সি আর আই যুগের চাহিদানুযায়ী শ্রোতাবন্ধু আপনাদের কল্যাণে তত্পর রয়েছে এবং নিজের নতুন নতুন উদ্যমীন উদ্যোগ বজায় রেখেছে । যেমন বাংলাদেশের শ্রোতাবন্ধু নীলা বলেছিলেন , সি আর আই আমার কাছে একটি অতি সুন্দর ছবির মত । আমাকে চীন এবং বিশ্বকেজানতে সাহায্য করেছে । হ্যাঁ, আপনারা বেতারের তরঙ্গ এবং ইন্টারনেটের মাধ্যমে চীনের কন্ঠস্বর শুনছেন । দিন দিন উন্নয়নশীল ও প্রাণবন্ত চীন এবং একটি বৈচিত্রময় ও পরিবর্তনশীল বিশ্বকেদেখছেন ও অনুভব করছেন ।

    ২০০৭ সাল চীনে মাইলফলকে তাত্পর্যসম্পন্ন একটি বছর ছিল । চীনের কমিউনিষ্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেস চীনের ভবিষ্যতউন্নয়নের উজ্জ্বল সম্ভাবনার দ্বার উম্মোচনকরেছে । " ছাং ও -১" নামে চাঁদ প্রদক্ষিণ উপগ্রহের উড্ডয়ন শ্র্রোতাবন্ধুদের মধ্যে তীব্র আলোড়ন তুলেছে । সে সময় বহু শ্রোতাবন্ধু আমাদের এবং চীনা জনগণের প্রতি তাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন । স্পেনের বন্ধু রোচ বলেছেন , চাঁদে ছাং ও-১ -এর যাত্রার অতি সুন্দর কাল্পনিক ও পৌরানিক কাহিনী চীনে কয়েক হাজার বছর ধরে প্রচলিত হয়েছে । আজ মহান চীনা জনগণ এই হাজার বছরের পুরনো স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন ।

    চীনের এক মাত্র বিশ্বমুখী সম্প্রচার কেন্দ্র হিসেবে জাতীয় বেতার সি আর আই কোটি কোটি শ্রোতার সঙ্গে মনেপ্রাণে সংযুক্ত । সি আর আই যুগের তালেতালে এবং বিশ্বের অগ্রযাত্রার সঙ্গেএগিয়ে যাচ্ছে । আমরা বাস্তবতা এবং সত্যতাকে সম্মান করি , আমরা নতুন জ্ঞান অর্জন করতে আগ্রহী এবং তথ্য সম্প্রচারের মাধ্যমে এই বিশ্বের উন্নয়ন ও পরিবর্তন তুলে ধরি।

    ২০০৭ সালের ৬ ডিসেম্বর সি আর আই-তে "চীনের বেতার কনফুসিয়াস ইনস্টিটিউটি" আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে । আমরা মাল্টি মিডিয়ার মাধ্যমে চীনের সংস্কৃতির প্রচার করব । যাতে হানভাষা বেতার ও ইন্টারনেটের মাধ্যমে বিশ্বে ছড়িয়ে পড়া সি আর আই-এর শ্রোতাদের কাছে দ্রুতপৌঁছতে পারে এবং বিশ্বে চীনকে জানার সেতুতে হতে পারে । গত এক বছরে সি আর আই বিদেশের ৮টি বেতারের মাধ্যমে সাফল্যের সঙ্গে ছবি, ভাষা , অডিও ও ভিডিও সম্পন্ন নতুন মিডিয়া গড়ে তুলেছে । বিদেশে ১১টি ইন্টারনেট বেতার ও মোবাইল সম্প্রচার এবং মোবাইল-টিভি চালু করেছে । বহু ভাষা এবং মাল্টি মিডিয়া সম্পন্ন একটি সম্পূর্ণনতুন সি আর আই শ্রোতাবন্ধুদের কাছে উত্থাপিত হবে । বিশ্বের যে কোনো স্থান থেকেই চীনকে আপনার কাছেই পাবেন । ফ্রান্সের শ্রোতা গিল্বাল্টো আনন্দের সঙ্গে বলেন , আমি আপনাদেরকে একটি সুখবর জানাতে চাই , এখন অফিসে যাওয়ার সময় গাড়িতে খুব সহজে এবং স্পষ্টভাবে সি আর আই-এর অনুষ্ঠান শুনতে পারছি ।

    ২০০৭ সালে আমরা শ্রোতাদের কাছ থেকে প্রায়২৬ লাখ চিঠি পেয়েছি । চিঠির সংখ্যার দিক থেকে নতুন রেকর্ডসৃষ্টি করেছে । প্রিয়শ্রোতাবন্ধুরা , সি আর আই-এর অফিস ভবনে শ্রোতাবন্ধুদের চিঠি সংরক্ষিতএকটি বিরাটাকারের গোলাকার মানচিত্র আছে । তা দেখলেই শ্রোতাদের আন্তরিকতার কথা মনে পড়ে আমরা মুগ্ধ হই । আপনাদের সহায়তা আমাদের অগ্রগতির চালিকা শক্তি । আপনাদের চিঠি আমাদের মূল্যবান সম্পদ ।

    নতুন বছর আরও একটি অসাধারণ বছর হবে । বিশ্বের দৃষ্টি আকর্ষণীয় পেইচিং অলিম্পিক গেমস ২০০৮ সালের ৮ আগষ্ট শুরু হবে । মাত্র দু মাস আগে " ২০০৮ সাল-পেইচিং অলিম্পিক গেমসের মিলন" শিরোনামে জ্ঞান যাচাই প্রতিযোগিতা" শুরু হয়েছে । আমরা দুই বাহু বাড়িয়ে বিশ্বের বন্ধুদের স্বাগত জানাব । যেমন চীনের পন্ডিতকনফুসিয়াস বলেছিলেন , সুদূর থেকে বন্ধু আসলে আমরা খুবখুশি । সি আর আই আপনাদের সঙ্গে মিলে ২০০৮ সালের ৮ আগষ্ট এই ঐতিহাসিক মুহুর্তটিকেস্বাগত জানাবে ।বন্ধুরা , নতুন বছর বসন্তের উষ্ণতা নিয়ে আমাদের দিকে আসছে । আসুন , আমরা এক সঙ্গে মিলে এই নতুন সময়ের আগমনকে স্বাগত জানাই । -- চুং শাওলি