v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-12-31 20:56:21    
প্রথম দক্ষিণ এশিয়ান দেশগুলোর পণ্য মেলা পেইচিংএ শুরু

cri

**প্রথম দক্ষিণ এশিয়ান দেশগুলোর পণ্য মেলা পেইচিংএ শুরু

    চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত প্রথম দক্ষিণ এশীয় দেশগুলোর পণ্য মেলা পেইচিংয়ে ২৮ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়ে গেল।

    চীনের বাণিজ্য উপ মন্ত্রী ইউ গুয়াংযৌ তার উদ্বোধনী ভাষণে বলেছেন, দক্ষিণ এশীয় দেশগুলোর সঙ্গে পারষ্পরিক কল্যাণমূলক আর্থ-বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারিত ও গভীর করা হচ্ছে চীন সরকারের নির্ধারিত নীতি। তিনি বলেন, চীন ও দক্ষিণ এশিয় দেশগুলোর উচিত, সুযোগকে কাজে লাগিয়ে ইতিবাচক মনোভাব নিয়ে সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করা।  তিন দিনব্যাপী মেলায় বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকা এবারের মেলায় অংশ নিয়েছে।

** ' চীন -ভারতের স্থলবাহিনীর যৌথ সন্ত্রাস দমন মহড়া' খুন মিংয়ে শেষ

    ২৫ ডিসেম্বর সকালে " চীন -ভারতের স্থলবাহিনীর সর্বাত্মক যৌথ সন্ত্রাস দমন মহড়া --২০০৭" -এর তৃতীয় পর্যায়ের প্রশিক্ষণ চীনের খুন মিংয়ে শেষ হয়েছে।

    এদিন সকাল সাড়ে সাতটায় এই সর্বাত্মক মহড়া শুরু হয়। চীন ও ভারতের অংশগ্রহণকারী স্থলবাহিনীর"পাহাড়ী এলাকায় যৌথ সন্ত্রাস দমন যুদ্ধ" প্রতিপাদ্য নিয়ে যৌথ পরিচালনা সংস্থা প্রতিষ্ঠা এবং সন্ত্রাস দমন কার্যকরের মহড়া অনুষ্ঠিত হয়। এই সন্ত্রাস দমন মহড়ার মধ্যে অন্তর্ভূক্ত ছিল সন্ত্রাসীদের সশস্ত্র আস্তানা ধ্বংস করা, তাদেরকে ধাওয়া করা এবং জিম্মি উদ্ধার করা ।

    এ বারের মহড়ায় হেলিকপ্টার এবং ট্যাংক ব্যবহৃত হয়। মহড়া শেষ হওয়ার পর, "চীন -ভারতের স্থলবাহিনীর সর্বাত্মক যৌথ সন্ত্রাস দমন মহড়া --২০০৭" -এর সমাপনী অনুষ্ঠান শুরু হয়।

** পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিহত

    পাকিস্তান টেলিভিশনের ২৭ ডিসেম্বর এক খবরে জানিয়েছে, এদিন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বেনজির ভুট্টো রাওয়ালপিন্ডিতে এক আত্মঘাতী বোমা হামলাও গুলিতে নিহত হয়েছেন। এদিন সন্ধ্যায় পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ এক টেলিভিশন ভাষণে বেনজির ভুট্টোর জন্য তিন দিনব্যাপী জাতীয় শোক ঘোষণা করেন।

    পাকিস্তানের " ডন পত্রিকায়" ২৯ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাভেদ ইকবাল চিমাকে উদ্ধুত করে বলা হয়, গুলি বিদ্ধ হয়ে বা বোমার স্প্লিন্টারের আঘাতে বেনজির ভুট্টোর মৃত্যু হয়নি। হামলা এড়ানোর জন্য মাথা সরিয়ে নিতে গিয়ে গাড়ীর জানালার উপরের দাতব অংশের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি আহত হন। হাসপাতলে চিকিত্সকদের ব্যর্থতায় পরে তার মৃত্যু হয়। মুখপাত্র বলেন, বেনজির ভুট্টোর শরীরে কোনো গুলি বা স্প্লিন্টারের চিহ্ন পাওয়া যায়নি। এর আগে প্রচারমাধ্যমে বলা হয় যে, আক্রমনকারী বোমা ফাটানোর আগে বেনজির ভুট্টোকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। মুখপাত্রটি স্বীকার করেন, ঘটনাস্থলে একজন লোক তিন রাউন্ড গুলি ছুঁড়েছে কিন্তু বেনজির ভুট্টো গুলি বিদ্ধ হননি।

** বান কি মুন নেপালের রাজনৈতিক পট পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন

    জাতিসংঘের মহাসচিব বান কি মুন ২৬ ডিসেম্বর এক বিবৃতিতে নেপালের রাজনৈতিক পট পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন।

    বিবৃতিতে সংশ্লিষ্ট বিভিন্ন রাজনৈতিক সম্প্রদায়কে অবিলম্বে সাত দলীয় জোটের স্বাক্ষরিত চুক্তি মেনে চলার তাগিদ দেয়া হয়েছে। ফলে সাংবিধানিক পার্লামেন্ট নির্বাচনের পথ আরো উন্মুক্ত হলো। বিবৃতিতে আরো বলা হয়েছে, জাতিসংঘ প্রয়োজনীয় সহযোগিতা করে যাবে।

    ২৩ ডিসেম্বর নেপালের সাত দলীয় জোটের সম্পাদিত একটি চুক্তিতে রাজতন্ত্র বিলুপ্ত করা, নতুন অস্থায়ী সংবিধানের সংশোধিত খসড়ার মধ্যে ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্রের বিষয় অন্তর্ভুক্ত করা এবং কয়েক মাস স্থায়ী রাজনৈতিক অচলাবস্থা নিরসনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। চুক্তিতে আগামী বছরের এপ্রিল মাসের মাঝামাঝি সময়ের আগেই সাংবিধানিক পার্লামেন্ট নির্বাচন আয়োজনের সিদ্ধান্তও নেয়া হয়েছে।

** শ্রীলংকার ৮০ শতাংশ জলোচ্ছ্বাস কবলিত দুর্গতদের স্থানান্তর করা হয়েছে

    ভারত মহাসাগরীয় সুনামির তৃতীয় বার্ষিকী উপলক্ষ্যে শ্রীলংকার সরকার ৮০ শতাংশেরও বেশী সুনামি-কবলিত দুর্গতদেরকে স্থানান্তর করেছে।

    শ্রীলংকার পুনর্গঠন বিষয়ক প্রেসিডেন্ট ভবনের সমন্বয়কারী শানথি ফারর্নান্ডো ২৫ ডিসেম্বর তথ্য মাধ্যমকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, সুনামিতে ক্ষতিগ্রস্ত ১ লাখ ১৭ হাজারেরও বেশি বাড়িঘরের মধ্যে ৮১.৪ শতাংশের পুনর্নির্মাণ শেষ হয়েছে। বাকী প্রায় ২০ হাজারের পুনর্নির্মাণ কাজও চলছে। এখন পর্যন্ত ৮৮০০ সুনামি কবলিত পরিবার ৫৮টি শরণার্থী শিবিরে বাস করছে। সরকার তাদের স্থানান্তরের যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে।

    শ্রীলংকায় চীনের দূতাবাস ২৮ ডিসেম্বর চীন সরকারের পক্ষ থেকে শ্রীলংকা সরকারকে ২০০৪ সালের সুনামির পর শ্রীলংকায় চীনের নির্মিত পানাদুরাসহ তিনটি মত্স্য ঘাট মেরামত প্রকল্প সম্পন্ন হওয়ার পর তা হস্তান্তর করেছে ।

    শ্রীলংকার মত্স্য সম্পদ মন্ত্রী ফিলিক্স পেরেরা বলেছেন , সুনামিতে মত্স্যচাষ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে । চীন ও অন্যান্য দেশের সাহায্য ছাড়া অল্প সময়ের মধ্যে শ্রীলংকায় মত্স্য খাত পুনরুদ্ধার করা যাবে না । শ্রীলংকা সাহায্যের জন্য চীনকে ধন্যবাদ জানায় ।