২০০৮ সালের ১ জানুয়ারী থেকে চীনে শিল্প প্রতিষ্ঠানের আয় কর আইনসহ কিছু নতুন নিয়মকানুন আনুষ্ঠানিকভাবে চালু হবে।
শিল্প প্রতিষ্ঠানের আয় কর আইন ও কার্যপ্রাণালী ২০০৮ সালের ১ জানুয়ারী থেকে চালু হবে। অর্থাত্ ২০০৮ সাল থেকে শিল্প প্রতিষ্ঠানগুলোর কর আদায় ক্ষেত্রে চারটি বিষয় সমন্বয় করা হবে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে অভ্যন্তরীণ পুঁজির শিল্প প্রতিষ্ঠান ও বিদেশী পুঁজির শিল্প প্রতিষ্ঠানের জন্য অভিন্ন আয় কর আইন বাস্তবায়ন। শিল্প প্রতিষ্ঠানগুলোর আয় করের হার কিছুটা কমানো। কর আদায়ের আগে কিছু অর্থ কর্তনের পদ্ধতি ও মানদন্ড সমন্বয় করা এবং কর আদায়ের ক্ষেত্রে সুবিধাজনক নীতি নিয়মিত করা।
শ্রম চুক্তি আইন, কর্মসংস্থান ত্বরান্বিত আইন, শহর ও গ্রামাঞ্চলের নকশা আইন এবং কর্মচারীদের বেতনসহ বার্ষিক ছুটি সংক্রান্ত বিধিও ২০০৮ সালের ১ জানুয়ারী থেকে চালু হবে।(ইয়ু কুয়াং ইউয়ে)
|