৩১ ডিসেম্বর শ্রীলংকার সরকারী পত্রিকা'ডেইলি নিউজের'একটি খবরে জানা গেছে, ২০০৭ সালে ধারাবাহিক সামরিক সাফল্যের ভিত্তিতে সরকারী বাহিনী ২০০৮ সালে এলটিটিইকে পরাস্ত করতে চায়।
শ্রীলংকার স্থলবাহিনী প্রধান সারাথ ফনসেকা বলেন, বর্তমানে স্থলবাহিনীর ৫টি ডিভিশন এলটিটিই'র ৫০০০ জঙ্গীর ওপর আঘাত হানবে । ২০০৮ সালের আগস্ট মাসে এলটিটিই'র সদস্য সংখ্যা কমে ২০০০-এ দাঁড়াবে ,তখন তাদের ওপর চালানো সরকারী বাহিনীর সামরিক অভিযান গুরুত্বপূর্ণ সময়পর্বে প্রবেশ করবে ।
শ্রীলংকার বিমান বাহিনী প্রধান রশান গুনাতিল্লেক এবং নৌ বাহিনী প্রধান ওয়াসানথা কারান্নাগোদা বলেন, ২০০৮ সালে, নৌ বাহিনী ও বিমান বাহিনী এলটিটিই'র ওপর হামলায় স্থল বাহিনীকে সহায়তা দেবে ।
(ছাও ইয়ান হুয়া)
|