নেপালের অস্থায়ী সরকার থেকে পদত্যাগ করার সাড়ে ৩ মাসের মাথায় ৩০ ডিসেম্বর নেপালের মাওবাদী কমিউনিস্ট পার্টি আবার সরকারে ফিরে এসেছে ।
নেপালের প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা মাওবাদীদের ৫জন সদস্যকে নতুন অস্থায়ী সরকারের মন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন । ৩১ ডিসেম্বর তাঁরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন । এছাড়া এ পার্টির আরও দু'জন সদস্য প্রতিমন্ত্রী করার অনুরোধ এখনো গিরিজা প্রসাদ কৈরালা অনুমোদন করেন নি ।
(ছাও ইয়ান হুয়া )
|