২৯ ডিসেম্বর বিকেলে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও পশ্চিম চীনের শ্যানসি প্রদেশ পরিদর্শন করে স্থানীয় অধিবাসীদেরকে সান্ত্বনা দিয়েছেন এবং নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ।
তিনি কৃষকদের বাড়িতে গিয়ে তাদের জীবনযাপন ও গ্রামাঞ্চলের জন্য গৃহীত নীতি বাস্তবায়নের বাস্তব চিত্র পরিদর্শন করেন । তিনি কৃষকদের জানান, কৃষি উত্পাদন বাড়ানো এবং খাদ্যশস্যের নিরাপত্তা সুরক্ষা করার জন্য আগামী বছরে চীন সরকার কৃষকদের দেয়া বিভিন্ন ভর্তুকি আরও বাড়াবে ।
৩০ ডিসেম্বর সকালে ওয়েন চিয়াপাও সি'আন বিমান শিল্প গোষ্ঠী লিমিডেট কোম্পানির শ্রমিকদের সঙ্গে দেখা করার সময় বলেন, স্বয়ংসম্পূর্ণ গবেষণার মাধ্যমে বড় বিমান উত্পাদন চীন সরকারের গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত। এর অর্থ হবে চীনারা নিজেদের হাত ও বুদ্ধি দিয়ে বিশ্বে প্রতিযোগিতামূলক বড় বিমান তৈরী করতে পারে ।
তিনি আরও বলেন, জনগণের ব্যাপার হচ্ছে দেশের গুরুত্বপূর্ণ ব্যাপার। এর মধ্যে রয়েছে শিক্ষা, গৃহায়ন, সামাজিক নিশ্চয়তা এবং চিকিত্সাসহ বিভিন্ন ব্যাপার। সরকার এখন জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে । তিনি বিশ্বাস করেন, চীনা জনগণের বিবিধ সমস্যার পর্যায়ক্রমে সমাধান হবে এবং জীবনযাত্রার মান আরও উন্নত হবে ।
(ছাও ইয়ান হুয়া)
|