জাপানের প্রধানমন্ত্রী ফুকুদা ইয়াসুও ৩০ ডিসেম্বর বিকেলে চীনে চার দিনব্যাপী আনুষ্ঠানিক সফর শেষ করে বিশেষ বিমান যোগে চিনান থেকে স্বদেশে ফিরে গেছেন।
পেইচিং সফরকালে ফুকুদা চীনের প্রেসিডেন্ট হু চিন থাওসহ শীর্ষনেতাদের সঙ্গে সাক্ষাত্ ও বৈঠক করেছেন। দু'পক্ষ চীন ও জাপানের সম্পর্ক ও অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে ব্যাপক ও গভীরভাবে মত বিনিময় করে। দু'পক্ষ চীন ও জাপানের সম্পর্ক নতুন পর্যায়ে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারেও একমত হয়েছে।
এ ছাড়াও আগামী বছর প্রেসিডেন্ট হু চিন থাওয়ের জাপান সফরের ব্যাপারে চীন ও জাপান একমত হয়েছে। গত দশ বছরে চীনের কোনো শীর্ষ রাষ্ট্র নেতার প্রথম জাপান সফর হবে এটি। দু'দেশের নেতারা পূর্ব সাগর সমস্যা নিয়েও নতুন মতৈক্যে পৌঁছেছেন।
ফুকুদা তাইওয়ান সমস্যায় জাপানের অবস্থান পুনরায় ঘোষণা করে বলেন, জাপান 'দুই চীন' বা 'এক চীন এক তাইওয়ান' এর অস্তিত্ব স্বীকার করে না, 'তাইওয়ানের স্বাধীনতা', জাতিসংঘে অন্তর্ভুক্তি এমনকি 'জাতিসংঘে অন্তর্ভুক্তি প্রশ্নে তাইওয়ানের গণ ভোটকে সমর্থন করে না। তিনি আরো বলেন, জাপান তার সেই দুঃখজনক ইতিহাসের ব্যাপারে আত্মসমালোচনা করে। জাপান শান্তিপূর্ণ উন্নয়নের পথে এগিয়ে যাবে। তিনি আশা করেন, ভবিষ্যতমুখী জাপান-চীন সম্পর্ক স্থাপিত হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|