চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির উপ-মহাসচিব ছিয়াও সিয়াও ইয়াং শনিবার হংকংয়ে বলেছেন , চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটি ২০১২ সালে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসক ও আইন সভা নির্বাচন এবং সাধারণ নির্বাচন সম্পর্কে যে সিদ্ধান্ত নিয়েছে , তা নিষ্ঠার সংগে মৌলিক আইনের বিধি ও আইনগত প্রণালী অনুসারে নেয়া হয়েছে ।
এ সিদ্ধান্ত সম্পর্কে আলাদা আলাদাভাবে হংকংয়ের সমাজের বিভিন্ন মহলের ব্যক্তি , বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান প্রধান কর্মকর্তা এবং রাজনৈতিক মহলের ব্যক্তিদের সংগে আলোচনা করার সময় ছিয়াও সিয়াও ইয়াং এ কথা বলেছেন । চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির সদস্যরা মনোযোগের সংগে হংকং প্রশাসনিক অঞ্চলের প্রশাসকের প্রতিবেদন ও বিভিন্ন মহলের মতামত নিয়ে আলোচনা করার ভিত্তিতে নিষ্ঠার সংগে মৌলিক আইনের বিধি ও আইনগত প্রণালী মোতাবেক এ সিদ্ধান্ত নিয়েছেন । তাই সন্দেহাতীতভাবেএ সিদ্ধান্তের আইনগত কার্যকারিতা রয়েছে ।
ছিয়াও সিয়াও ইয়াং বলেন , জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটি হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের রাজনৈতিক ব্যবস্থার উন্নয়ন সম্পর্কে কেন্দ্রীয় সরকারের সাংবিধানিক ক্ষমতা থেকেই সিদ্ধান্ত গ্রহণ করে । হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল কেন্দ্রীয় গণ সরকারের সরাসরি শাসিত স্থানীয় প্রশাসনিক অঞ্চল । স্থানীয় প্রশাসনিক অঞ্চলের রাজনৈতিক কাঠামো সম্পর্কে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতেই ।
|