চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের উপমহাপরিচালক ওয়াং কোও ছিং বলেছেন , চীনের বিভিন্ন স্থানে পণ্যের গুণগত মান তদারকির দীর্ঘস্থায়ী ব্যবস্থা প্রতিষ্ঠা ও সুসংহত করা উচিত ।
শনিবার হাইনান প্রদেশের পণ্যের গুণগত মান ও খাদ্যবস্তুর নিরাপত্তা পরিদর্শনের সময় ওয়াং কোও ছিং এ কথা বলেন ।
ওয়াং কোও ছিং আরো বলেন , পণ্যের গুণগত মানোন্নয়ন ও খাদ্যবস্তুর নিরাপত্তা নিশ্চিত করতে কেবল স্বল্পকালীন পর্যবেক্ষণ ও বাজারের সংস্কার অভিযানের ওপর নির্ভর করলে চলবে না । আইন , ব্যবস্থা ও মানদন্ডের দিক থেকে পণ্যের গুণগত মানের ওপর দীর্ঘস্থায়ী তদারকি ব্যবস্থা প্রতিষ্ঠা ও সুসংহত করা উচিত ।
|