|
|
(GMT+08:00)
2007-12-29 19:33:07
|
নেপালের মাও বাদী কমিউনিষ্ট পার্টিসরকারকে মন্ত্রিসভা সদস্যদের নাম দিয়েছে
cri
২৮ ডিসেম্বর নেপালের অস্থায়ী পার্লামেন্টে অস্থায়ী সংবিধানের সংশোধন প্রস্তাব অনুমোদিত হয়েছে। এ সংশোধন প্রস্তাবে রাজত্ব ব্যবস্থা বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। " প্রজাতান্ত্রিক ব্যবস্থায় " দেয়া সংক্রান্ত চুক্তির পর নেপালের মাও বাদীরা ২৯ ডিসেম্বর যৌথ সরকারে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়া। ২৯ ডিসেম্বর মাও বাদী কমিউনিষ্ট পার্টির নেতা প্রচন্ড প্রধানমন্ত্রী গিরিজা প্রাসাদ কৈরালাকে এই দলের মনোনীত নতুন মন্ত্রিসভার সদস্যদের নামের তালিকা দিয়েছেন।এই নতুন তালিকা অনুযায়ী, গত সেপ্টেম্বর যৌথ সরকার থেকে বেরিয়ে আসা চারজন মন্ত্রীদের মধ্যে তিনজন আগের পদে অধিষ্ঠিত থাকবেন। তা ছাড়া, দু'জন নতুন পাটি সদস্য যৌথ সরকারে যোগ দেবেন।
|
|
|