চীন আন্তর্জাতিক বেতার ও পিপলস ডেইলি পত্রিকার যৌথ উদ্যোগে আয়োজিত ২০০৭ সালের দশটি গুরুত্বপূর্ণ বিশ্ব সংবাদ নির্বাচনের ফলাফল ২৯ ডিসেম্বর প্রকাশিত হয়েছে। তারিখ অনুযায়ী এ দশটি গুরুত্বপূর্ণ বিশ্ব সংবাদ হলো:
এক) ইরাকের পরিস্থিতির উন্নতি হয়নি, যুক্তরাষ্ট্র মধ্য-প্রাচ্য নীতি পুনর্রুদ্ধার করেছে ।
দুই) আন্তর্জাতিক তেলের দাম রাতারাতি বেড়ে গেছে।
তিন) উত্তর কোরীয় পরমাণু কর্মসূচী সমস্যার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
চার) ইরানের পরমাণু কর্মসূচীতে এখনও অচলাস্থা চলছে।
পাঁচ) পাশ্চাত্য দেশগুলোর সঙ্গে রাশিয়ার মন কষাকষি দিন দিন তীব্রতর হয়ে উঠছে।
ছয়) যুক্তরাষ্ট্রের ঋণ সংকট বিশ্বজুড়ে ব্যাংকিং বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে।
সাত) চীনের কমিউনিষ্ট পাটির ১৭তম জাতীয় কংগ্রেস বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে।
আট) চীনের প্রথম চাঁদ অনুসন্ধান প্রকল্প সফল হয়েছে।
নয়) জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য " বালি দ্বীপ রোড-ম্যাপ" পরিকল্পনা গ্রহণের জন্য দিয়ে নতুন কর্মসূচী প্রণয়ন করা হয়েছে।
দশ) আত্মঘাতী বোমা হামলা ও গুলিতে বেনজির ভুট্টো নিহত হয়েছেন এ অঞ্চলের পরিস্থিতি কঠোর পরীক্ষার মুখে পড়েছে।
|