২০০৮ সাল নাগাদ চীনের সকল শহর ও জেলায় কম খরচে ঘর ভাড়া পাওয়া ব্যবস্থা গড়ে তোলা হবে। চীনের নির্মান বিভাগের মন্ত্রী হুয়াং গুয়াং সৌ ২৮ ডিসেম্বর পেইচিংএ এ কথা বলেছেন। কম খরচে বা সস্তায় ঘর ভাড়ার ব্যবস্থায় সরকার দরিদ্র পরিবারগুলোকে ভাড়ার ভতুর্কি দেওয়ার ব্যবস্থা নেবে। তিনি বলেন, এই ব্যবস্থা গড়ে তোলার জন্য চীন ৭৭০ কোটি রেন মিন পির তহবিল বরাদ্দ করেছে। চলতি বছর এ ক্ষেত্রে যে তহবিল বরাদ্দ করা হয়েছে তা এর আগে যাবতীয় বরাদ্দের মোট পরিমাণের চেয়েও বেশী। এর ফলে চীনের শহরাঞ্চলে নিম্ন আয়ের পরিবারগুলোর বাসস্থানের অবস্থা লক্ষণীয়ভাবে উন্নত হয়েছে।
মন্ত্রী হুয়াং গুয়াং সো জোর দিয়ে বলেন, সস্তায় ঘর ভাড়া ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন অঞ্চলে পুরাতন আবাসিক এলাকার সংস্কার জোরদার করা উচিত। তা ছাড়া, দরিদ্রদের থাকার ব্যবস্থা উন্নত করার জন্য নানা ধরনের পদ্ধতির কথা বিবেচনা করতে হবে । এর পাশাপাশি কৃষক শ্রমিকদের থাকার ব্যবস্থা ধাপে ধাপে উন্নত করতে হবে।
|