v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-12-28 18:18:14    
চীন ও জাপানের প্রধানমন্ত্রীর বৈঠকে অনেক বিষয়ে মতৈক্যে পৌছেছে

cri
    ২৮ ডিসেম্বর চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও পেইচিংয়ে সফররত জাপানের প্রধানমন্ত্রী ফুকুদা ইয়াসুওয়ের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই প্রধানমন্ত্রী মিলিতভাবে চীন-জাপান সম্পর্কের আরো উন্নতির জন্য মিলিত প্রচেষ্টা চালানোর কথা বলেছেন । বৈঠকের পর চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও দেশ-বিদেশের সাংবাদিকদের বলেছেন , এ বৈঠকের পর তিনি অনুভব করেছেন চীন-জাপান সম্পর্কের বসন্তকাল সত্যিই এসেছে ।

   ২৮ ডিসেম্বর সকালে পেইচিংয়ে বরফ পড়েছে । দুই প্রধানমন্ত্রীর বৈঠক চীনের মহা গণ ভবনে অনুষ্ঠিত হয় । বৈঠকে প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ফুকুদা ইয়াসুওকে বলেন , এ বছরের এপ্রিল মাসে আমি জাপান সফর করেছি । সেদিন টোকিওতে বৃষ্টি পড়ছিল । আমি দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের আশা নিয়ে জাপান সফরে গিয়েছি । তাই আমি  বলেছি ভালো ফলনের জন্য বৃষ্টিঅত্যন্ত প্রয়োজনীয়। আজ প্রধানমন্ত্রী ফুকুদা চীন সফরে এসেছেন । পেইচিংয়ে বরফ পরছে , তাই আমি বলি বরফ ভালো ফলনের প্রতীক ।

    চীন সফরে আসার প্রাক্কালে প্রধানমন্ত্রী ফুকুদা ইয়াশুও চীনের সাংবাদিকদের দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন , জাপান-চীন সম্পর্কের বসন্তকাল এসেছে । বৈঠকের পর ওয়েন চিয়া পাও বলেন , আড়াই ঘন্টার মতবিনিময়ের পর আমি সত্যিই সত্যিই বিশ্বাস করি চীন ও জাপানের সম্পর্কের বসন্তকাল এসেছে । বৈঠকে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক পরিবেশ বিরাজমান ছিল । দু পক্ষ অনেক বিষয় মতৈক্য পৌছেছে এবং সহযোগিতার নতুন ফল পেয়েছে ।

   বৈঠকে অর্জিত ফলগুলোর মধ্যে রয়েছে , চীন ও জাপান কৌশলগত ও পারস্পরিক কল্যানমূলক সম্পর্ক স্থিতিশীল ও সুষ্ঠু বিকাশের পথে বিকশিত হবে , দুটি দেশের মধ্যে আর্থ-বাণিজ্যিক সহযোগিতা বাড়ানো হবে , বিশেষ করে পরিবেশ সংরক্ষণ , জ্বালানী সাশ্রয় , অর্থ ও হাইটেক ক্ষেত্রের সহযোগিতা বাড়ানো হবে । দুটি দেশ মিলিতভাবে মৈত্রী সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী পালন করবে এবং প্রতিরক্ষা ও রাজনৈতিক নিরাপত্তা ক্ষেত্রের সংলাপ জোরদার করবে ।

    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন , বৈঠকে প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও জোর দিয়ে বলেন , চীন-জাপান সুপ্রতিবেশীসুলভ সহযোগিতামূলক সম্পর্ক বিকশিক করা দুটি দেশের একমাত্র সঠিক সিদ্ধান্ত । এটা দু দেশের জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ এবং উত্তর-পূর্ব এশিয়া তথা এশিয়ার শান্তি ও উন্নয়নের জন্য কল্যানকর । যৌথভাবে সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাত্কারে ফুকুদা ইয়াসুও জাপান-চীন সম্পর্কে বলেন , জাপান ও চীনের মধ্যে নানা ধরনের সমস্যা রয়েছে , তবে আমাদের এ সব সমস্যা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে । আমাদের দুটি দেশকে দুদেশের মতবিরোধ বুঝতে হবে এবং এ সব বিরোধ অতিক্রম করে আস্থা স্থাপন করতে হবে । শুধু এ ভাবেই আমাদের দুদেশের উজ্জ্বল ভবিষ্যত প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অবদান রাখা সম্ভব হবে ।

    প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও বলেন , শীর্ষনেতাদের মধ্যে সফর বিনিময় বজায় রাখা কৌশলগত সম্পর্ক সুসংবদ্ধ করার জন্য গুরুত্বপূর্ণ । আগামী বছরের বসন্তকালে প্রেসিডেন্ট হু চিন থাও জাপান সফর করবেন । এ সফরের অত্যন্ত গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে ।

    তাইওয়ান সমস্যা চীন-জাপান সম্পর্কের একটি স্পর্শকাতর সমস্যা। এ সম্পর্কে ফুকুদা ইয়াসুও বলেন , তাইওয়ান সমস্যা সম্পর্কে জাপানের অবস্থানের কোনো পরিবর্তন হয় নি । আমরা দুই চীন বা একচীন এক তাইওয়ান নীতি সমর্থন করি না এবং তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করি না ।

    পূর্বসাগর সমস্যা সম্পর্কেও দুপক্ষ বৈঠকে মতৈক্যে পৌছেছে।

    আজ প্রেসিডেন্ট হু চিন থাও ও জাতীয় গণ কংগ্রেসের স্য়ায়ী কমিটির চেয়ারম্যান উ পান কোও জাপানের প্রধানমন্ত্রী ফুকুদা ইয়াশুওয়ের সঙ্গে সাক্ষাত করেছেন ।