v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-12-28 17:20:42    
 দক্ষিণ কোরিয়া

cri

    দক্ষিণ কোরিয়া একটি অভিন্ন জাতি গঠিত দেশ। লোকসংখ্যা ৪ কোটি ৭২ লাখ ৫৪ হাজার। সরকারী ভাষা দক্ষিণ কোরিয় ভাষা। দেশটির প্রধান ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম এবং খৃষ্ট ধর্ম । রাজধানি সিউল । এর লোকসংখ্যা ৯৭.৯৬ লাখ।

    দেশটি এশীয় মালভূমির উত্তর-পূর্বাঞ্চলের কোরিয় উপদ্বীপের দক্ষিণাঞ্চলে অবস্থিত। আয়তন মোট ৯৯.৬ হাজার বর্গকিলোমিটার। দ্বিতীয় বিশ্ব যোগের পর, দেশটির গুরুত্বপূর্ণ কূটনৈতিক পক্ষ হলো যুক্তরাষ্ট্র এবং জাপান। ২০ শতাব্দীর ৭০ দশক থেকে দক্ষিণ কোরিয়ার বিশ্বমুখী উন্মুক্ত হয়ে আসছে। ১৯৯৮ সালের ফেব্রুয়ারী কিম দাই জোং প্রেসিডেন্ট নির্বাচনের পর অব্যাহতভাবে যুক্তরাষ্ট্র এবং জাপানের মিত্র সম্পর্ক জোরদারের প্রচেষ্টা চালান। একই সঙ্গে চীন ও রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও এগিয়ে নেওয়ার প্রচেষ্টা চালাছে। উত্তর কোরিয়ার ব্যাপারে দক্ষিণ উত্তর দু'পক্ষের আদান প্রদান এবং সহযোগিতামূলক ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ১৯৯১ সালের ১৭ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়া জাতিসংঘে যৌথভাবে যোগ দেয়। ২০০৩ সালের ফেব্রুয়ারী রোহ মো হিউন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হওয়ার পর, তিনি জোর দিয়ে বলেন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক উপকারিতামূলক সম্পর্ক উন্নয়ন করে । একই সঙ্গে রাশিয়া , আসিয়ান, এবং ই ইউ'সহ বিভিন্ন দেশের সম্পর্ক জোরদার করে বলে এশীয় এবং মহাসাগরীয় অঞ্চলের সহযোগিতা ত্বরান্বিত করে থাকবে। এতে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়টিতে সক্রিয়ভাবে অংশ নেয়া হবে।

    ১৯৯২ সালের ২৪ আগষ্ট দক্ষিণ কোরিয়ার সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এর পর, দু'দেশের বিভিন্ন ক্ষেত্রের সম্পর্কের দ্রুত উন্নত হয়েছে। ২০০৩ সালের জুন মাসে প্রেসিডেন্ট রোহ মো হিউন চীন রাষ্ট্রীয় সফর করেন। দু'দেশ যৌথ প্রস্তাব প্রকাশ করে। এতে সার্বিক সহযোগিতামূলক অংশিদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। ২০০৭ সালের এপ্রিল মাসে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও দক্ষিণ কোরিয়া আনুষ্ঠানিকভাবে সফর শুরু করেন।

     বর্তমান চীন হচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রথমটি বাণিজ্যি অংশিদারি। একই সঙ্গে চীন আরও হচ্ছে দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ পুঁজি বিনিয়োগের পক্ষ এবং রপ্তানিকৃত বাজার। ২০০৬ সালে চীন ও দক্ষিণ কোরিয়ার দ্বিপক্ষিক বাণিজ্যের পরিমাণ হয়েছে ১৩৪বিলিয়ন মার্কিন ডলার। তা ২০০৫ সালের তুলনায় ২০ শতাংশ বেশি।