চীন ও দক্ষি এশিয়ার দেশগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত প্রথম দক্ষিণ এশীয় দেশগুলোর পণ্য মেলা ২৮ ডিসেম্বর পেইচিংএ শুরু হয়েছে।
চীনের বাণিজ্য উপ মন্ত্রী উ গুয়াংযৌ তার উদ্বোধনী ভাষণে বলেছেন, দক্ষিণ এশীয় দেশগুলোর সঙ্গে পারষ্পরিক উপকারিতামূলক আর্থ-বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারিত ও গভীর করা হচ্ছে চীন সরকারের নির্ধারিত নীতি। তিনি বলেন, চীন ও দক্ষিণ এশিয় দেশগুলোর উচিত, সুযোগকে কাজে লাগিয়ে ইতিবাচক মনোভব নিয়ে সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করা। জানা গেছে, এবারের মেলা তিন দিন চলবে।
বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকা এবারের মেলায় অংশ নিয়েছে। এখন শুনবেন বাংলা বিভাগের সংবাদদাতার মেলা থেকে পাঠানো একটি রির্পোট।
|