v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-12-28 15:37:19    
চাওয়া পাওয়া ( ১৪ অক্টোবর )

cri
    প্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনষ্ঠান শুরু করছি। আমি আপনাদের বন্ধু লিলি। আপনারা আমাদের অনুষ্ঠান শুনে আনন্দ বোধ করবেন এবং ক্লান্তি ভুলে থাকবেন। এটিই আমার একমাত্র আশা।

    বাংলাদেশের ঝিনাইদহ জেলার "ইয়ুথ হবি ডিভেলপমেন্ট সোসাইটি-এর এম.বি.জামান সিদ্দিকী আমাদের অনুষ্ঠানে মান্নাদের গাওয়া "অমর শহীদ"গানটি শুনতে চেয়েছেন। কিন্তু দুঃখিত, ভাই, গানটি আমার হাতে নেই। তাহলে আমরা একসঙ্গে মান্নাদের কন্ঠে আরেকটি গান শুনবো। গানের নাম "শাওনো রাতে যদি"।

    বাংলাদেশের ময়মনসিংহ জেলার আচিক শর্টওয়েভ লিসনার্স ক্লাবের সাধারণ সম্পাদক থিয়াফিল এস. রিছিল, সদস্য অনিসিম রিছিল, জুলহাস উদ্দিন, রজত দাদক, শিমুল ডিব্রা, ইলিশাম রিছিল, কালাম আজাদ, স্বাধীন, কাইয়ুম, কামরুল এবং হাসান আমাদের অনুষ্ঠানে জেমসের গাওয়া "বাংলাদেশ" গানটি শুনতে চেয়েছেন। কিন্তু গানটি আমাদের কাছে নেই। তাহলে জেমসের আরেকটি গান শোনাবো। কেমন? গানের নাম "আমি তোমাদেরই লোক"।

    বাংলাদেশের রাজশাহী জেলার বিষহরা ঠাঁকুরপাড়া গ্রামের মো: আল আমিন হোসাইন মোল্লাহ আমাদের অনুষ্ঠানে শিল্পী সৈয়দ আব্দুল হাদীর কন্ঠে একটি গান শুনতে চেয়ছেন। গানের কলি হলো মাটি দিয়ে মানুষগড়ে প্রেম দিলা অন্তরে। কিন্তু গানটি আমার হাতে নেই। চলুন, সবাই মিলে সৈয়দ আব্দুল হাদীর গাওয়া "ভালোবাসা এমনই"গানটি শুনবো।

    বাংলাদেশের নাটোর জেলার ভাঙ্গাপাড়ার সুমন শাহী তাঁর চিঠিতে লিখেছেন, সি আরই আইয়ের সব অনুষ্ঠান আমার খুব ভালো লাগে। তবে এর মধ্যে "চাওয়া পাওয়া"অনুষ্ঠানটি আমার অত্যন্ত প্রিয়। আশা করি, এ অনুষ্ঠানে প্রীতমের "বালিকা"এ্যালবামের "বালিকা পুড়ে যাবে সব সুখ"গানটি শুনতে চাই। প্রিয় বন্ধু, আপনার সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। আমার হাতে আপনাদের ওই এ্যালবাম নেই। তাই আপনার পছন্দের গানটি শোনাতে পারচ্ছি না। তাহলে প্রীতমের গাওয়া আরেকটি গান সবাইকে উপহার দিচ্ছি। গানের নাম "সংবিধান"।

    আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানেই শেষ করছি। আমার হতে সিডি ও এমপি৩ কম বলে মাঝে মাঝে আপনাদের পছন্দের গানগুলো শোনানো সম্ভব হয়ে উঠে না। এর জন্য সত্যিই দুঃখিত। কিন্তু গান শুনেই জীবন ও কর্মের কষ্ট ভুলে যাওয়া যায়। এটি খুব গুরুত্বপূর্ণ। তাই না? আচ্ছা, বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থেকে অনুষ্ঠানটি শোনার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে। (লিলি)