২৭ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশিত এক রির্পোটে বলা হয়, পাকিস্তানে মানুষের দেহে বার্ড ফ্লু ভাইস পাওয়া গেছে বলে তারা নিশ্চিত হয়েছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা জোর দিয়ে বলেছে, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। ভাইরাস আরও ছাড়ানোর ছড়িয়ে পড়ার ঝুঁকি এখনো দেখা দেয়নি।
রিপোটে বলা হয়, মিসরের কায়রো ও ব্রিটেনের লন্ডনে অবস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণাগারের পরীক্ষা থেকে প্রমাণিত হয়েছে , গত নভেম্বর থেকে পাকিস্তানের পেশায়ার অঞ্চলের একটি পরিবারের সদস্যের মধ্যে বার্ড ফ্লুর প্রকোপ দেখা দিয়েছে।
|