মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারক২৭ ডিসেম্বর বলেছেন, মিসর গাজা অঞ্চলে অস্ত্রের অবৈধ প্রবেশকে কার্যকরভাবে প্রতিরোধ করছে না বলে সম্প্রতি ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি যে মন্তব্য করেছেন তা " সতর্কতা লাইনের" বাইরে হয়েছে। তিনি ইসরাইলকে দু'দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত না করার জন্য অনুরোধ জানিয়েছেন।
মধ্যপ্রাচ্য বার্তা সংস্থার একটি খবরে বলা হয়েছে, সাংবাদিকদের সঙ্গেএক বিশেষ সাক্ষাত্কারে হোসনি মোবারক বলেন, মিসর ইসরাইলের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। কিন্তু জিপি লিভনির মন্তব্য দু'দেশের সম্পর্কের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে। যদি এ ক্ষেত্রে ইসরাইল মিসরের উদ্যোগে অসন্তোষজনক বলে মনে করে, এ ক্ষেত্রে ইসরাইল যদি নিজেই এ সমস্যার সমাধান করতে পারে তাহলে মিসরের কোন আপত্তি নেই। হোসনি মোবারক বলেন, সীমান্ত এলাকার অস্ত্র পাচার প্রতিরোধ করার জন্য মিসর যথাসাধ্যভাবে চেষ্টা করছে। বতর্মানে মিসর অস্ত্র পাচারের সঙ্গে জড়িত ১৬০টি পথ বন্ধ করে দিয়েছে। তিনি বলেন, মিসর ও ইসরাইলের মধ্যে আলাপ-আলোচনা হচ্ছে সীমান্তের অস্ত্র পাচার সমস্যা সমাধানের একমাত্র পথ।
|