২৮ ডিসেম্বর চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও পেইচিং সফররত জাপানের প্রধানমন্ত্রী ফুকুদা ইয়াসুও'র সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন।
ওয়েন চিয়াপাও চীন সরকারের পক্ষ থেকে ফুকুদা ইয়াসুওকে সফরের জন্য স্বাগত জানিয়েছেন এবং তিনি চীন-জাপান সম্পর্কের দীর্ঘস্থায়ীত্বের ওপর গুরুত্ব দেয়ার প্রশংসা করেন। ওয়েন চিয়াপাও বলেছেন, বর্তমান দু'দেশের সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ যুগে প্রবেশ করেছে। তিনি ফুকুদা ইয়াসুও'র সঙ্গে সুযোগকে কাজে লাগিয়ে দু'দেশের সম্পর্কের অগ্রগতিকে আরো ত্বরান্বিত করতে ইচ্ছুক।
ফুকুদা ইয়াসুও বলেছেন, জাপান ও চীনের সামনে এখন সুসময়। তিনি আশা করেন, দু'দেশ এশিয়া ও বিশ্বের ভবিষ্যত কল্যানের জন্য সহযোগিতা করবে। (খোং চিয়া চিয়া)
|