v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-12-28 11:57:43    
আত্মঘাতি হামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিহত

cri
    শ্রোতাবন্ধুরা, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং দেশটির বৃহত্তম বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বেনজির ভুট্টো ২৭ ডিসেম্বর রাজধানি ইসলামাবাদের কাছকাছি রাওয়ালপিন্ডিতে এক আত্মঘাতি হামলায় নিহত হওয়ায় ক্ষোভে ও নিন্দায় মুখর হয়ে উঠেছে আন্তর্জাতিক সম্প্রদায়। বিশ্ব নেতারা কঠোর ভাষায় এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। বিশ্লেষকরা মনে করেন, বেনজির নিহত হওয়ায় পাকিস্তানের রাজনৈতিক এবং আঞ্চলিক পরিস্থিতির ওপর গুরুতর প্রভাব ফেলবে। এখন শুনুন চীন আন্তর্জাতিক বেতারের নিজস্ব সংবাদদাতার লেখা একটি রেকডিংভিত্তিক রিপোর্ট ।

    এদিন রাওয়ালপিন্ডিতে তিনি এক নির্বাচনী সমাবেশে অংশ নেন। ভুট্টো তার ভাষণ শেষ করে সমাবেশস্থল ত্যাগ করার সময় আততায়ী তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। প্রথমে আততায়ী ভুট্টোর গাড়ি লক্ষ্য করে তিনটি গুলি ছোঁড়ে। নিজেকে বাঁচাতে বেনজির হামাগুড়ি দিয়ে এগুতে থাকেন। কিন্তু ততক্ষণে তিনি বুকে ও ঘাড়ে গুলিবিদ্ধ হন। এরপর হামলাকারী আত্মহত্যার উদ্দেশ্যে নিজের শরীরে বেধে রাখা শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটালে সেসহ আরও ৩০জন নিহত হয়। গুরুতর আহত বেনজিরকে রাওয়ালপিন্ডি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে স্থানীয় সময় ৬টা ১৬ মিনিটে তার মৃত্যু হয়। ঘটনাস্থলের একজন প্রত্যক্ষদর্শী বলেন:" বেনজির সমাবেশস্থল থেকে বাইরে চলে আসার পর পরই বাইরের কয়েকটি গুলি বর্ষণের আওয়াজ এবং একটি বিশাল বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পাই । তখন ঘটনাস্থলে খুবই বিশৃঙ্খল অবস্থা। অনেকই বিস্ফোরণে আহত হয়। বেনজিরের গাড়িটিও বিস্ফোরণে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।"

    ঘটনার পর, পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ এর তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন:" আজ রাওয়ালপিন্ডিতে বেনজির পাশবিক সন্ত্রাসীর হাতে নিহত হন।এটি পাকিস্তানের জন্য কতটা দুর্ভাগ্যজনক তা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। বেনজির ভুট্টোর আত্মীয়স্বজনের কাছে গভীর শোক প্রকাশ করছি এবং অন্যান্য নিরীহ নিহতদের পরিবার পরিজনের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করছি"।

    বেনজিরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য মোশাররফ সারা দেশে তিনদিনব্যাপী জাতীয় দিবস পালনের কথা ঘোষণা করেন এবং এ সময় এবং জাতীয় পতাকা অর্ধ-নমিত রাখা হবে। একই সঙ্গে তিনি সকল জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

    আন্তর্জাতিক সম্প্রদায়ও এ সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং এব ভাষণে বলেন, চীন তীব্র ভাষায় এ সন্ত্রাসী কার্যকলাপের নিন্দা করে। তিনি বেনজির ভুট্টোর হত্যায় পরিতাপ এবং বেনজির ভুট্টো ও অন্যান্য নিহতদের পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

    জাতিসংঘ মহাসচিব বান কি মুন এক বিবৃতিতে বলেন, এ দুর্ঘটনার উদ্দেশ্য হচ্ছে পাকিস্তানের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে পদদলন করা। এর সঙ্গে সংশ্লিষ্ট দায়ী ব্যক্তিদের গ্রেফতার করা এবং আইন অনুসারে শাস্তি দেওয়াও জরুরি। তিনি বলেন:" এ জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে দেশটির ঐক্যবদ্ধ ও শান্তি রক্ষার জন্য আমি পাকিস্তানী জনগণকে সর্বাধিক মাত্রায় সংযম প্রদর্শনের আহ্বান জানাছি।"

    পাকিস্তানের নতুন পার্লামেন্ট নির্বাচন আগামী ৮ জানুয়ারী অনুষ্ঠিত হবে। এর ঘনিয়ে আসার সময় এ মর্মান্তিক ঘটনাটি ঘটলো। চীনের আধুনিক আন্তর্জাতিক সম্পর্কের গবেষণা ইন্সটিটিউট এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপ গবেষক ফু সিয়াও ছিয়াং বলেন:" চরমপন্থীরা বেনজিরকে পাকিস্তানের রাজনৈতিক ক্ষেত্রে বেশি ভূমিকা পালন করতে দিতে চায় নি।" --ওয়াং হাইমান