চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কিশোর -কিশোরীদের শিক্ষা ও পর্যটন'২০০৭ সংক্রান্ত এক দিনব্যাপী সেমিনার ২৭ ডিসেম্বর উত্তর-পশ্চিম চীনের সি আন শহরে অনুষ্ঠিত হয়েছে । তিনটি দেশের পর্যটন ও শিক্ষা ক্ষেত্রের ৩ শো জন প্রতিনিধি এ সেমিনারে অংশ নিয়েছেন ।
চীনের রাষ্ট্রীয় পর্যটন বিভাগের উপ-মহাপরিচালক তু চিয়াং বলেছেন , পূর্ব এশিয়ায় অবস্থিত চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে পর্যটন বাজারের ক্ষেত্রে বিরাট অন্তর্নিহিত শক্তি রয়েছে । তিনটি দেশের পর্যটন শিল্পের দ্রুত উন্নয়নে এশিয়ার পর্যটন শিল্পের মর্যাদা বাড়বে এবং বিশ্ব পর্যটন শিল্পের নতুন কাঠামো গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে ।
তিনি আরো বলেন , তিনটি দেশের কিশোর - কিশোরীদের পর্যটন কর্মসূচী যেমনি তাদের শিক্ষা ও পর্যটন রয়েছে , তেমনি রয়েছে তাদের বন্ধুত্ব ও অভিজ্ঞতা বিনিময় জোরদারের সুযোগ (থান ইয়াও খাং)
|