চলতি বছরের গত ১১ মাসে চীন ও আফ্রিকার বাণিজ্যিক মূল্য দাঁড়িয়েছে ৬৬ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় তা ৩০ শতাংশ বেশি। এর ফলে চীন আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে।
২৭ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং সিন পেই বলেছেন, চলতি বছর চীন ও আফ্রিকার বাণিজ্যিক মূল্য ৭০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বলে অনুমান করা হচ্ছে।
জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও আফ্রিকার সহযোগিতার ক্ষেত্র অব্যাহতভাবে সম্প্রসারিত হচ্ছে এবং সহযোগিতার পদ্ধতিও ধাপে ধাপে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। তাছাড়া বাণিজ্য, মহাকাশ অভিযান ও টেলিযোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার করছে। চলতি বছরের মে মাসে চীন নাইজেরিয়ার টেলিযোগাযোগ উপগ্রহ-১ সাফল্যের সঙ্গে নিক্ষেপ করেছে। এই উপগ্রহ ব্যবহারের পর নাইজেরিয়ার টেলিযোগাযোগ, রেডিও ও নেটওয়ার্ক পরিসেবাসহ বিভিন্ন ক্ষেত্রের চাহিদা মেটানো সম্ভব হবে।(লিলু)
|