হংকং বিশেষ প্রশাসনিক এলাকা সরকার ২৭ ডিসেম্বর বলেছে, সম্প্রতি ভারতে হংকং ও ভারতের মধ্যে অনুষ্ঠিত বেসামরিক বিমান সংক্রান্ত আলোচনা সাফল্যের সঙ্গে শেষ হয়েছে। দু'পক্ষ স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, দু'পক্ষের বেসামরিক বিমান যোগাযোগ ব্যাপকভাবে বাড়ানো হবে।
হংকং বিশেষ প্রশাসনিক এলাকার পরিবহন ও আবাসন বিভাগের পরিচালক চেং লু হুয়া আলোচনার ফলাফলকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, দু'পক্ষ স্বাক্ষরিত নতুন চুক্তি হংকং ও ভারতের বেসামরিক বিমান চলাচলের সম্পর্ক সামনে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রতীক। হংকং বাণিজ্যিক উন্নয়ন বিভাগের মুখপাত্র চিউ সোং হেও বলেছেন, বাণিজ্যিক ক্ষেত্রে হংকং ও ভারতের ব্যাপক উন্নয়নের ভবিষ্যত্ সম্ভাবনা রয়েছে। হংকং ও ভারত বিমান যোগাযোগ সম্প্রসারণের মাধ্যমে আরো বেশি ভারতীয় ব্যবসায়ী হংকংয়ে ব্যবসা করতে সক্ষম হবে।
ভারত হচ্ছে হংকংয়ের গুরুত্বপূর্ণ রপ্তানি বাজার। (লিলু)
|