পাকিস্তান টেলিভিশনের ২৭ ডিসেম্বর এক খবরে জানিয়েছে, এদিন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বেনজির ভুট্টো রাওয়ালপিন্ডিতে এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন।
বেনজির ভুট্টো এদিন তার ভাষণ দেয়ার পর জনসভা ত্যাগ করার সময় একজন সশস্ত্র পুরুষ যোদ্ধা বেনজির ভুট্টোর ঘাড়ে ও বুক লক্ষ্য করে গুলি করে। এরপর পরই সে বোমার বিস্ফোরণ ঘটায়। গুলি ও বোমা বিস্ফোরণ আহত বেনজির ভুট্টোকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা ১৬ মিনিটে তিনি মারা যান।
তাছাড়া বোমা বিস্ফোরণে কমপক্ষে আরো ৩০জন নিহত হয়েছে।
এদিন সন্ধ্যায় পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ এক টেলিভিশন ভাষণে বলেছেন, বেনজির ভুট্টোর জন্য তিন দিনব্যাপী জাতীয় শোক ঘোষণা করেছেন। মুশাররফ ইসলামাবাদে প্রেসিডেন্ট ভবনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ মিঁয়া সুমরোসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সম্মেলনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিহত হবার পর পাকিস্তানের অবস্থা সার্বিকভাবে মোকাবেলার বিষয় নিয়ে আলোচনা হয়। বর্তমানে পাকিস্তানে দেশব্যাপী রেড এলার্ট জারি করা হয়েছে।(লিলু)
|