পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী, পিপলস পার্টির চেয়ারম্যান বেনজির ভুট্টো ২৭ ডিসেম্বর এক নির্বাচনী সমাবেশে অংশ নেয়ার সময় আততায়ীর গুলিতে নিহত হয়েছেন । বিশ্ব সম্প্রদায় এ সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা করেছে ।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিংকাং বলেছেন , চীন তীব্র ভাষায় এ সন্ত্রাসী কার্যকলাপের নিন্দা করছে । তিনি বেনজির ভুট্টোর হত্যায় পরিতাপ এবং বেনজির ভুট্টো ও অন্যান্য নিহতদের পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন ।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন একটি বিবৃতিতে বলেছেন , এ ঘটনার উদ্দেশ্য হচ্ছে পাকিস্তানের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে নষ্ট করা ।
মার্কিন প্রেসিডেন্ট বুশ এক ভাষণে বলেছেন , যুক্তরাষ্ট্র তীব্রভাবে আততায়ীদের পাকিস্তানের গণতন্ত্র নস্যাতের অশুভ প্রচেষ্টার নিন্দা করেছেন ।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন , এ ঘটনা যেমনি পাকিস্তান , তেমনি বিশ্ব সম্প্রদায়ের ওপরও আঘাতের শামিল ।
আরব লীগের মহাসচিব আমর মুসা কঠোর তীব্র ভাষায় এ সন্ত্রাসী ঘটনার নিন্দা করেছেন । তিনি বলেন , এটা একটা মর্মান্তিক ঘটনা । তিনি পাকিস্তানী জনগণের প্রতি আন্তরিক সমবেদনা ও শোক প্রকাশ করেছেন ।
এ ছাড়া ভারত , বাংলাদেশ, আফগানিস্তান , ইরান ও মিসরসহ বিভিন্ন দেশও এ সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা করেছেন ।
|