পাকিস্তান টেলিভিশনের ২৭ ডিসেম্বর এক খবরে জানিয়েছে, এদিন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বেনজির ভুট্টো রাওয়ালপিন্ডিতে এক হামলায় নিহত হয়েছেন।
পাকিস্তানের পুলিশ বলেছে, এদিন বেনজির ভুট্টোর রাওয়ালপিন্ডিতে একটি নির্বাচনের জনসভায় ভাষণ দেয়ার পর পরই বোমা বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ৩০জন নিহত হয়েছে। পাকিস্তানের পিপলস পার্টির একজন কর্মকর্তা বোমা বিস্ফোরণের পর বলেছেন, নির্বাচনী জনসভায় একজন সশস্ত্র যোদ্ধার গুলিতে বেনজির ভুট্টো মারা গেছেন।
পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ , প্রধান উপদেষ্টা মুহাম্মদ মিঁয়া সুমরো এবং সাবেক প্রধানমন্ত্রী নাওয়াজ শরিফও এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং বেনজির ভুট্টো নিহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।(লিলু)
|