পেইচিং--সাংহাই দ্রুত গতিসম্পন্ন রেলপথ লিমিটেড কোম্পানি ২৭ ডিসেম্বর পেইচিংএ প্রতিষ্ঠিত হয়েছে। এ থেকে প্রতিপন্ন হচ্ছে, চীন বতর্মানে বিশ্বের দীর্ঘতম দ্রুত গতিসম্পন্ন রেলপথের নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছে। এই দ্রুত গতিসম্পন্ন রেলপথ উত্তর চীনের পেইচিং ও পূর্ব চীনের সাংহাইএর মধ্যে অবস্থিত। রেলপথটির মোট দৈর্ঘ্য হবে ১৩১৮ কিলোমিটার এবং তার গতি হবে প্রতি ঘন্টায় ৩০০ থেকে ৩৫০ কিলোমিটার। এই রেলপথ নির্মাণে ১৩ হাজার কোটি ইউয়ান রেন মিন পি বরাদ্দ করা হবে। ইয়াংসি নদীর তিন গিরি খাতের পর এটা হলো চীনের আরেকটি অতি বৃহত প্রকল্প। আগামী বছর জানুয়ারী মাসের মাঝামাঝি সময়ে এই প্রকল্পের কাজ শুরু হবে বলে অনুমান করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নে পাঁচ বছর লাগবে।
উল্লেখ্য, এই দ্রুত গতিসম্পন্ন রেলপথ চালু হওয়ার পর পেইচিং থেকে সাংহাই যেতে মাত্র ৫ ঘন্টা লাগবে।
|