২৬ ডিসেম্বর সার্বিয়া সংসদে একটি প্রস্তাব গৃহীত হয়েছে । প্রস্তাবে কসোভোর স্বাধীনতাকে স্বীকৃতি না দেয়ার জন্য পাশ্চাত্ত্য দেশগুলোকে সতর্ক করে দেয়া হয়েছে । নইলে সার্বিয়াকে এ সব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়টিকে পুনরায় যাচাই করতে হবে ।
প্রস্তাবে বলা হয়েছে , ন্যাটো কসোভোর স্বাধীনতাকে সমর্থন করছে বলে সার্বিয়াকে এ পশ্চিমা সামরিক জোটে অংশ নেবে না । কসোভোর অবস্থানগত সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কসোভোতে মোতায়েন জাতিসংঘের এখনকার বিশেষ প্রতিনিধি দলের পরিবর্তে কসোভোতে ইইউ যে বিশেষ প্রতিনিধি দল পাঠাবে , সার্বিয়া তার বিরোধিতা করবে । সম্ভবতঃ আগামী বছর জানুয়ারী মাসে ইইউ ও সার্বিয়ার মধ্যে স্বাক্ষরিতব্য ' স্থিতিশীলতা ও যোগাযোগ চুক্তিতে' কসোভো সার্বিয়ার ভূভাগের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করা উচিত ।(থান ইয়াও খাং)
|