জাপানের প্রধানমন্ত্রী ফুকুদা ইয়াসুও ২৭ ডিসেম্বর একটি বিশেষ বিমানে পেইচিংয়ে পৌঁছেছেন ।
জানা গেছে , চার দিনব্যাপী চীন সফরকালে তিনি পৃথক পৃথকভাবে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও , জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান উ পাং কুও এবং প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও'র সঙ্গে বৈঠকে মিলিত হবেন ।
পরিকল্পনা অনুযায়ী , পেইচিং বিশ্ববিদ্যালয়ে ফুকুদা ইয়াসুও বক্তৃতা দেবেন । এ ছাড়া তিনি উত্তর চীনের থিয়ান চিন মহানগরী ও কনফুশিয়াসের জন্মভূমি-শাংতুং প্রদেশের ছ্যু ফু সফরেও যাবেন ।
জাপান সরকারের একজন মুখপাত্র পেইচিংয়ে বলেন , প্রধানমন্ত্রী ফুকুদার এবারের চীন সফর দু'দেশের সম্পর্কের ক্ষেত্রে বসন্তের সুবাতাস বয়ে আনবে বলে জাপান আশা করে । (থান ইয়াও খাং)
|