২৬ ডিসেম্বর চীনের নেট ওয়ার্ক ইন্টারনেট ও তথ্য কেন্দ্রের প্রকাশিত ২০০৭ সালে চীনের ব্লগ সম্পর্কিত একটি জরীপের রিপোর্টে দেখা গেছে, চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত চীনের ব্লগ ব্যবহারকারীর সংখ্যা ৪ কোটি ৭০ লাখ। চীনে চার নেট-ব্যবহারকারীর মধ্যে একজন ব্লগ খুলেছে।
জরীপ থেকে দেখা গেছে, এদের মধ্যে ৪৩ শতাংশ হচ্ছে পুরুষ এবং ৫৭ শতাংশ হচ্ছে মহিলা। ব্লগের বিষয় সংস্কৃতি, সামরিক, অর্থনীতি, পর্যটন এবং জীবনধারাসহ বিভিন্ন দিক। তাই ব্লগ মানুষের তথ্য পাওয়ার একটি গুরুত্বপূর্ণ চ্যানেলে পরিণত হয়েছে।
আসলে ব্লগ হচ্ছে নেটে লেখা এক ধরণের ডাইরি। তা ইন্টারনেটের মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশের একটি প্রক্রিয়া। (লিলি)
|