v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-12-27 18:19:15    
২০০৮ সালে চীন আইন প্রণনয়নের সময় "জনগণের জীবনযাত্রা" এবং "গণতন্ত্র" বিষয়ে আরো গুরুত্ব দেবে

cri
    চীনের সর্বোচ্চ আদালতের উপ প্রধান ছাও চিয়েন মিন ২৬ ডিসেম্বর পেইচিংয়ে বলেন, ২০০৮ সালে চীনের আদালত "জনগণের জীবনযাত্রা" ও "গণতন্ত্র"-এর উপর আরো বেশি গুরুত্ব দেবে। যাতে জনগণের জীবনযাত্রাকে কেন্দ্র করে সমাজ গঠন এবং জনগণের স্বার্থ ও সামাজিক ন্যায় পরায়নতার উন্নয়ন করা যায়।

    সারা দেশের আদালতের এক কর্ম সম্মেলনে ছাও চিয়েন মিং বলেন, বিচারের মাধ্যমে জনগণের স্বার্থ ও সুষম সামাজিক অবস্থানের সুরক্ষা করা হলো আদালতের মৌলিক কর্ম এবং লক্ষ্য। আইন অনুযায়ী জনগণের স্বার্থ লংঘিত হয় এমন আচরণের জন্য শাস্তি দেয়া হলে নাগরিকদের ন্যয়্যভাবে সামাজিক কর্মকান্ডে অংশ নেয়া এবং তাদের উন্নয়নের অধিকারকে সুনিশ্চিত করা যাবে। দেশের বিভিন্ন পর্যায়ের আদালত জনগণের জীবনযাত্রা সংক্রান্ত বিচারের উপর গুরুত্ব দিচ্ছে এবং জনগণের অভিন্ন স্বার্থ সংক্রান্ত শিল্পের সুষ্ঠু উন্নয়নকে ত্বরান্বিত করছে।

    তিনি আরো বলেন, চীনের সংস্কারের পটভূমিতে ভূমির অধিকার, শহরের পুনর্গঠন, সামাজিক নিশ্চয়তা ও পরিবেশ সুংরক্ষণসহ বিভিন্ন বিষয় জনগণের অভিন্ন স্বার্থের সঙ্গে জড়িত। এ ব্যাপারে নাগরিকরা এখন আরো বেশি সচেতন হয়ে উঠছে। আদালতকে এ ক্ষেত্রে সর্তকতার সঙ্গে বিচার সম্পন্ন করে জনগণ এবং সরকারি বিভাগের মধ্যে পারস্পরিক সমঝোতা ও আস্থা বাড়ানোর চেষ্টা করা উচিত। (ইয়াং ওয়েই মিং)