সম্প্রতি আধুনিক স্থাপত্য সংরক্ষণ সংক্রান্ত প্রথম দফার তালিকা পেইচিংয়ে প্রকাশিত হয়েছে। মোট ১৯০টি আধুনিক স্থাপত্যকে তালিকা ভূক্ত করা হয়েছে। এ সব স্থাপত্য এখন থেকে নীতিগতভাবেই ভেঙে ফেলা নিষিদ্ধ। এমন কি, ভবিষ্যতেও কোন প্রকল্পের নির্মাণের স্থান বেছে নেয়ার সময় এ সব স্থাপত্যের এলাকা এড়িয়ে যেতে হবে।
পেইচিং পুরাকীর্তি ব্যুরো সূত্রে জানা গেছে, এ সব স্থাপত্যের অন্তর্ভূক্ত রয়েছে বসতবাড়ি, হাসপাতাল, দোকান, অফিস ভবন ,হোটেল এবং স্কুলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান । এর মধ্য দিয়ে আধুনিক পেইচিং শহর উন্নয়নের ইতিহাস প্রতিফলিত হয়েছে।
পেইচিং পুরাকীর্তি ব্যুরোর প্রধান বলেন, এ সব স্থাপত্য এলাকার লোকজন তার সংশ্লিষ্ট বসড়বাড়ীর উন্নয়ন করতে পারবে। তবে এর পূর্বশর্ত হচ্ছে শুধু মাত্র স্থাপত্য সত্ত্বার ঐতিহ্য বজায় রেখে করা যাবে । --ওয়াং হাইমান
|