v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-12-27 15:30:58    
মু লান দর্শনীয় স্থান--২

cri

পাহাড়ের কথা তো শুনলেন, এখন তাহলে মুলান বাগানের কথা বলি। মুলান বাগানে হাজার বছর সয়সী একটি মুলান ফুল গাছ আছে। গাছটার উচ্চতা ১০ মিটারের বেশি। কিংবদন্তী আছে যে, হুয়া মুলান নিজেই গাছটি লাগিয়েছিলেন। জানা গেছে, প্রতি বছরের মার্চ-এপ্রিল মাসে, এ গাছে লাল মুলান ফুল ফোটে। দেখতে ভারি সুন্দর। উ হানে কর্মরত ওয়াং বিন মাঝে মাঝে এখানে বেড়াতে আসেন, বন্ধুদেরকেও সঙ্গে করে আনেন।

আমি দশ-বারো বছর উ হানে আছি। যখন আমার আত্মীয়স্বজন উ হানে আসে, আমি তাদেরকে এখানে বেড়াতে নিয়ে আসি। এবার নিয়ে এটা তৃতীয় বার। এখানে পাহাড় ও পানি আছে। এখানে আসলে আমার স্বস্তি ফিরে আসে।

মুলান শান পাহাড় থেকে মুলান থিয়েন ছি দর্শনীয় স্থান পর্যন্ত দূরত্ব প্রায় দশ-বারো কিলোমিটার। মুলান থিয়েন ছি দর্শনীয় স্থান উ হান শহর থেকে মাত্র ৫৫ কিলোমিটার এবং থিয়েন হো বিমানবন্দর থেকে ৪৫ কিলোমিটার দূরে। দর্শনীয় স্থানের আয়তন প্রায় ৩২০ হেকটর এবং এখানে বেড়ানো আর ছুটি কাটানোর জন্য দুটি আলাদা এলাকা আছে। সেখানকার প্রধান চূড়া সমুদ্র সমতল থেকে ৫২০.৬ মিটার উঁচুতে। বন খুব ঘন এবং সারা বছর পানির ধারা বয়ে যায়। দর্শনীয় স্থানের গড় বার্ষিক তাপমাত্রা ১৫ থেকে ২২ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। জুলাই মাসে গড় তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেন্টিগ্রেড এবং বার্ষিক বৃষ্টিপাত ২ হাজার মিলিমিটার। কেন এখানকার নাম 'থিয়েন ছি'? এর অর্থ পাহাড়ী হ্রদ। দুটি চূড়ার মাঝখানে ১০ কিলোমিটার জুড়ে বয়ে গেছে উপত্যকা। উপত্যকার দু'পাশে এক দিকে বড় থিয়েন ছি, অন্য দিকে ছোট থিয়েন ছি। বড় ও ছোট থিয়েন ছি'র উচ্চতার পার্থক্য প্রায় ৩শ'৮০ মিটার। এখানকার অন্য দুটি নামও আছেঃ হু পেই-এর চিউ চাই কৌ এবং উ হানের লু শান পাহাড়। জনশ্রুতি অনুযায়ী, এখানে ছিল মুলানের দাদীর বাড়ি এবং মুলানের ছোটবেলা সেখানেই কেটেছিল। এর পাশাপাশি চীনের সাবেক প্রেসিডেন্ট লি সিয়ান নিয়ানের জীবনের বড় অংশ এখানেই কেটেছিল এবং এখানে তিনি যুদ্ধও করেছেন। এখানে বিপ্লবের অনেক ধ্বংসাবশেষ এখনো রয়েছে। অর্থাত্ মুলান থিয়েন ছি'র প্রত্যেকটি দর্শনীয় স্থানকে ঘিরে রয়েছে সুন্দর সুন্দর গল্প। পর্যটকরা এখানকার টলটলে স্বচ্ছ পানি দেখলে এই জায়গা ছেড়ে যেতেই চান না। গাইড উ ইয়ুন হোং বলেছেন—

এখন যে হ্রদটি দেখছেন এটাই ছোট থিয়েন ছি। ছোট থিয়েন ছি'র আয়তন প্রায় ১০ হেকটর এবং গভীরতা ২০ থেকে ৩০ মিটার। হ্রদের পানি স্বচ্ছ, নীল আকাশের মত। পাহাড় ও গাছের ছায়া পড়ে ছোট থিয়েন ছি আরো সুন্দর হয়ে ওঠে। সময় পেলে, আপনারা ছোট্ট নৌকায় করে ছবির মতো জায়গাটি মন ভরে উপভোগ করবেন।

মুলান থিয়েন ছি'র উপত্যকায় বেড়াতে গেলে হাতে যদি সময় থাকে তাহলে মুলান তা ইয়ু ওয়ানের প্রাচীন বসতবাড়ীতে যেতে ভুলবেন না। তাছাড়া, মুলান ইয়ুন উ শান পাহাড় ও থিয়েন চি শান পাহাড়সহ অনেক দর্শনীয় স্থানে আপনারা মন ভরে বেড়াতে পারবেন।

আপনাদের ইচ্ছা হলে মুলান হ্রদ পর্যটন ও অবসর পল্লীত দু'একটা দিন কাটাতে পারেন। মুলান হ্রদ পর্যটন ও অবসর পল্লী এলাকা মুলান শান পাহাড়ের পাশে অবস্থিত এবং উ হান শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে। এটা হচ্ছে হু পেই প্রাদেশিক পর্যটন ও অবসর পল্লী। মুলান হ্রদ এত স্বচ্ছ যে দেখতে আয়নার মত। হ্রদের পানি মানের দিক দিয়ে দেশের দ্বিতীয় শীর্ষ পর্যায়ের এবং এটা মুলান ছুয়ান নির্মল পানি কারখানার পানি সম্পদের উত্স।

১৯৯২ সালে মুলান হ্রদ পর্যটন ও অবসর পল্লীর নির্মাণ কাজ শুরু হওয়া থেকে প্রায় ৮০টিরও বেশি বিনিয়োগকারী ব্যবসায়ী প্রতিষ্ঠান সেখানে ১৮টি অবসর পল্লী গেড়ে তুলেছে। এর মধ্যে ৪টি হচ্ছে তিন তারা মানের। প্রতি বছর সেখানে দেশী-বিদেশী ৬ লাখেরও বেশি পর্যটন ভ্রমন করেন।

এখন আমি মুলান দর্শনীয় স্থানে বেড়াতে যাওয়ার জন্য আপনাদেরকে কয়েকটি টিপস দিচ্ছি। মুলান দর্শনীয় স্থানে পর্যটন ও অবসর পল্লীর পাশাপাশি মুলান শান পাহাড় ধর্মীয় পাহাড় হিসেবেও বিখ্যাত। এখানে রয়েছে বৌদ্ধ ধর্ম ও তাও ধর্মের ১ হাজারেরও বেশি চীনা দেবমূর্তি। এ সব বিরল দেবমূর্তি অন্য কোথাও তেমন একটা দেখা যায় না। মুলান হ্রদের দক্ষিণ-পূর্ব তীরে একটি পাখি-দ্বীপও আছে। প্রতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত, ১ লাখেরও বেশি অতিথি পাখি সেখানে উড়ে এসে বসে। পর্যটন ও অবসর পল্লীতে থাকার জন্য রয়েছে হোটেল, ভিলা ও ছোট কাঠের ঘর। এ সব জায়গায় থাকার ভাড়া প্রতি রাত ১শ' থেকে ৩শ' ইউয়ান পর্যন্ত।