ভারত মহাসাগরে সৃষ্ট জলোচ্ছাসের তৃতীয় বার্ষিকী উপলক্ষ্যেনিহতদের স্মরণে শোক প্রকাশের জন্য ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড যথাক্রমে বেশ কয়েকটি স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে।
২৬ ডিসেম্বর ইন্দোনেশিয়ার আচে প্রদেশের আচে জায়া অঞ্চলে ভাবগম্ভীর উপসনা অনুষ্ঠান এবং দুর্গত এলাকার পুনর্গঠন সম্পর্কিত আলোকচিত্র প্রদর্শনের ব্যবস্থা করা। ২৫ ডিসেম্বর জাভার পশ্চিমাঞ্চলীয় বান্তেন প্রদেশে ভূমিকম্পের ফলে সৃষ্ট জলোচ্ছাসের সময় উদ্ধার কাজের উপর একটি প্রশিক্ষণেরও আয়োজন করা হয়। সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাএবং স্থানীয় অধিবাসীসহ মোট ৯ হাজার লোক এবারের প্রশিক্ষণে অংশ নেয়। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়ুধূয়োনো প্রশিক্ষণ পরিদর্শন করেন।
এর পাশাপাশি ২৬ ডিসেম্বর থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের ভাং না, ভুকেত এবং ক্রাবিসহ ছ'প্রদেশে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। থাইল্যান্ডের পর্যটন ব্যুরো জানিয়েছে, এ বছরের জলোচ্ছাস সম্পর্কিত স্মরণ অনুষ্ঠান শুধু শোক প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নেই। বিভিন্ন স্থানের পর্যটন শাখাগুলোর আমন্ত্রণে বিদেশী পর্যটকএবং সরকারী কর্মকর্তারা থাইল্যান্ডের দক্ষিণ সাগরের জলোচ্ছাস সম্পর্কিত আগাম সতর্কতা ব্যবস্থা এবং জলোচ্ছাসের পর পুনর্গঠন কাজের অবস্থা পরিদর্শন করেন।
২০০৪ সালের ২৬ ডিসেম্বর ভারত মহাসাগরীয় অঞ্চলে তুমুল ভূমিকম্পে ভয়াবহ জলোচ্ছাসের সৃষ্টি করে। এতে প্রায় দুই লাখ লোক নিহত হয়। ইন্দোনেশিয়ার আচে প্রদেশ হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার একটি। (লিলি)
|