২৬ ডিসেম্বর জাপানের "টোকিও সিনবুন " পত্রিকায় প্রকাশিত এক সম্পাদকীয়তে জাপানের প্রধানমন্ত্রী ফুকুডা ইয়াসুয়ের আসন্ন চীন সফরের ইতিবাচক মূল্যায়ন করা হয়েছে। সম্পাদকীয়তে ধারণা করা হচ্ছে যে, ফুকুডা ইয়াসুয়ের চীন সফরের মাধ্যমে দু'দেশের মধ্যে সমঝোতা আরও জোরদার হবে। সম্পাদকীয়তে বলা হয়েছে, জাপানের সাবেক প্রধানমন্ত্রী জুনিছিরো কৈজুমি ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধাতর্পন করেছেন বলে দু'দেশের নেতাদের সফর বিনিময় ৫ বছর ধরে বিছিন্ন ছিল। গত কছর অক্টোবর মাসে সাবেক প্রধানমন্ত্রী আবে সিনজো চীন সফর করেছিলেন। আগামী ২৭ ডিসেম্বর ফুকুডা য়াসুওয়ের চীন সফর শুরু হবে। তার প্রথম চীন সফরকে স্বাগত জানিয়েছে চীন। সম্পাদকীয়তে বলা হয়েছে, চীন সফরকালে ফুকুডা ইয়াসুও তার ব্যস্ততার মধ্যেও কনফুসিয়া শিক্ষার প্রতিষ্ঠাতা কনফুসিয়াসের জন্মস্থান সাংতুং প্রদেশের ছুফু পরিদর্শন করবেন। এই সফর জাপানের প্রতি চীনা জনগণের অনুভূতি অনুভব করার ক্ষেত্রে সহায়ক হবে। কারণ কনফুসিয়া শিক্ষা দু'দেশের অভিন্ন এক ঐতিহ্যবাহী সংস্কৃতি।
সম্পাদকীয়তে জানানো হয়েছে, পূর্ব সাগরের সম্পদ উন্নয়ন ও তাইওয়ান সমস্যায় দু'দেশের মধ্যে মতভেদ রয়েছে। দু'পক্ষের মধ্যে এ সব বিষয় নিয়ে মনখোলা মত বিনিময় হবে।
|