সষুম সমাজ তরান্বিত করার জন্য বিচার বিভাগের বিশেষ ভূমিকা পালন করা উচিত ---শিয়াও ইয়াং
cri
বিজ্ঞানসম্মত উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া ও সামাজের সবার সুষম অবস্থান নিশ্চিত করার জন্য বিচার বিভাগকে আরো উদ্যোগী হওয়া উচিত।প্রতি পাচ বছর বছরে এক বার করে আয়োজিত চীনের আদালতের কর্ম বিষয়ক সম্মেলনে চীনের সর্বোচ্চ আদালতের প্রধান শিয়াও ইয়াং ২৬ ডিসেম্বর এ কথা বলেন। তিনি বলেন, গত পাঁচ বছরে চীনের আদালতে যে সব মামলা নিষ্পত্তি হয়েছে তার মধ্যে ৫৫ শতাংশ পরিবহণ, নিরাপত্তা, চিকিত্সা, বীমা, অধিকার লঙ্ঘণ এবং কমর্সংস্থান সহ বিভিন্ন দেওয়ানী মামলা সম্পর্কিত। এসব মামলার বিচারের সময় , আদালত বিচার কাজ ছাড়াও বাদী ও বিবাদীর মধ্যে মধ্যস্থতার দিকেও মনোযোগ দিয়েছে। এর ফলে এ ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য হয়েছে। শিয়াও ইয়াং আরো বলেন, গত ৫ বছরে আদালত বিচার ক্ষেত্রে মানবাধিকারের ওপরও গুরুত্ব দিয়ে আসছে। বিচার বিভাগের সহায়তার মাত্রা বাড়ানোর ব্যাপারে আদালত কাযর্কর প্রয়াস চালিয়ে যাচ্ছে।
|
|