রাশিয়ার সেনাবাহিনীর বিমান বিধ্বংসী বিভাগের প্রধান জেনারেল নিকোলাই ফ্রোলোভ ২৫ ডিসেম্বর ঘোষণা করেছেন , ২০০৯ সাল থেকে রাশিয়ার স্থলবাহিনী নতুন ধরনের ক্ষেপণাস্ত্রর বিধ্বংসী ব্যবস্থাটোর-এম২ ব্যবহার করবে ।
তিনি আরো বলেন , বর্তমানে রাশিয়ার স্থল বাহিনীতে টোর -এম১ ব্যবস্থা রয়েছে । টোর-এম২ ব্যবস্থা ক্রুজ ক্ষেপণাস্ত্র ও নানা ধরনের বোমা ধ্বংস করতে সক্ষম । এ ব্যবস্থা ব্যবহারের সময় লক্ষ্য স্থির করা থেকে শুরু করে ধ্বংস পর্যন্ত সব কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে ।
ফ্রোলোভ আরো বলেন , টোর-এম২ এর পরীক্ষার কাজ ২০০৮ সালে সম্পন্ন হবে । ২০০৯ সাল থেকে রাশিয়ার একটি রেজিমেন্টে পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা ব্যবহার করা হবে এবং পরে রাশিয়ার সব বিমান বিধ্বংসী বাহিনীতে এ ব্যবস্থা ব্যবহার করা হবে।
|