এ বছর চীনে মোটর-গাড়ির উত্পাদন ও বিক্রয়ের পরিমাণ পৃথক পৃথকভাবে ৯০ লাখ ছাড়িয়ে যাবে। সম্প্রতি চীনের গাড়ি শিল্প সমিতির একজন বিশেষজ্ঞ এ তথ্য জানিয়েছেন।
তিনি উল্লেখ করেছেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনের গাড়ি শিল্প দ্রুত এবং টেকসই প্রবৃদ্ধি বজায় রেখে ধাপে ধাপে চীনের জাতীয় অর্থনীতির স্তম্ভ শিল্পে পরিণত হয়েছে। চীনের সামষ্টিক অর্থনীতি অব্যাহত ভাল যাচ্ছে, শহর ও গ্রামবাসীদের আয় অব্যাহত বাড়ছে এবং বর্তমানে চীনের মাথাপিছু গাড়ি ব্যবহারের পরিমাণ বিশ্বের গড়পরতা মানের অনেক নিচে আছে বলে চীনের গাড়ির চাহিদা বাড়ানোর নিশ্চয়তার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। অনুমান করা হচ্ছে, আগামী বছর চীনে গাড়ির উত্পাদন ও বিক্রয়ের পরিমাণ উভয় ক্ষেত্রেই ১ কোটিরও বেশি হবে।
পরিসংখ্যান অনুযায়ী, এ বছরের প্রথম ১১ মাসে চীনের উত্পাদিত গাড়ির পরিমাণ ও বিক্রয়ের পরিমাণ যথাক্রমে ৮০ লাখ ও ৭৯ লাখ।(ইয়ু কুয়াং ইউয়ে)
|