চীনের কৃষি মন্ত্রণালয়ের অনুমান অনুযায়ী, ২০০৭ সালে চীনের জলজাত খাদ্যের পরিমাণ দাঁড়াবে ৫ কোটি ৪৭ লাখ টন এবংএর মূল্য প্রায় ৫০০ বিলিয়ন রেনমিনপি।
জানা গেছে, ২০০৭ সালে চীনের জলজাত শিল্পের উত্পাদন স্থিতিশীলভাবে বিকশিত হয়েছে। এ ধরণের খাদ্যের সরবরাহের পরিমাণও প্রচুর। বাজারে জলজাত খাদ্যের দাম স্থিতিশীল এবং বাণিজ্যের পরিমাণ বেড়েছে।
কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর চীনের আধুনিক জলজাত শিল্পের লক্ষণীয় অগ্রগতি অর্জিত হয়েছে। এই শিল্পে কেন্দ্রীয় সরকারের সহায়তার মাত্রা বেড়েছে। এ বছর চীনে জলজাত খাদ্যের উত্পাদনের পরিমাণ যেমন বেড়েছে তেমনি বৈদেশিক বাণিজ্যের পরিমাণও স্থিতিশীল ছিল। প্রথম দশ মাসে আমদানি ও রপ্তানীর পরিমাণ অনেক বেড়েছে।
কৃষি মন্ত্রণালয় জানায়, ২০০৮ সালে চীন প্রধানতঃ জলজাত খাদ্যের গুণগত মানের নিরাপত্তা ব্যবস্থাপনার ওপর জোর দেবে। এই শিল্পের বৈদেশিক উন্মুক্তকরণ আরো সম্প্রসারিত হবে এবং আন্তর্জাতিকীকরণের মান আরো উন্নত হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|