চীনের সপ্তম জাতীয় নৃত্য প্রতিযোগিতা ১০ ডিসেম্বর পশ্চিম চীনের ছেনতু শহরে অনুষ্ঠিত হবে । জানা গেছে , মোট দু হাজার নৃত্য শিল্পী এ প্রতিযোগিতায় অংশ নেবেন । প্রতিযোগিতায় অংশ নেয়া ১৬০টি নৃত্যের মধ্যে একক নৃত্য , দ্বৈত্য নৃত্য , তিনজনের নৃত্য , সমবেত নৃত্য ও ছোট আকারের নৃত্যনাট্য । এ সব নৃত্যে চীনের সাধারণ মানুষের বাস্তবজীবনধারা প্রতিফলিত হয়েছে ।
চীনের প্রথম জাতীয় নৃত্য প্রতিযোগিতা ১৯৮০ সালে অনুষ্ঠিত হয়। চীনের সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা চীনের নৃত্য ক্ষেত্রেরসর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতা ।
চীনের দশম অপেরা উত্সব সুচৌ শহরে অনুষ্ঠিত
চীনের দশম অপেরা উত্সব ৩ ডিসেম্বর বিখ্যাত পর্যটন নগর সুচৌ শহরে অনুষ্ঠিত হয়। চীনের বিভিন্ন স্থানের শিল্পী দলের ত্রিশটি অপেরা উত্সবে পরিবেশিত হয়েছে । উত্সবে ঐতিহ্যিক অপেরা , নাটক , অপেরা ও শিশু নাটকসহ ১৭টি ভাগে বিভক্ত ছিল ।
উত্সব চলাকালে চীনে অপেরার সর্বোচ্চ পুরস্কার বিতরণ করা হয়েছে । চীনের প্রথম অপেরা উত্সব ১৯৮৮ সালে অনুষ্ঠিত হয়।
চীনের ফুচিয়েন প্রদেশ ও দক্ষিণ কোরিয়ার মৈত্রী সপ্তাহ কর্মসূচী ফুচিয়েনে অনুষ্ঠিত
চীনের ফুচিয়েন প্রদেশ ও দক্ষিণ কোরিয়ার মৈত্রী সপ্তাহ সম্প্রতি দক্ষিণ চীনের ফুচিয়েন প্রদেশে আয়োজন করা হয় ।
জানা গেছে , ফুচিয়েন প্রাদেশিক সরকার ও চীনে দক্ষিণ কোরিয় দূতাবাসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচীর উদ্দেশ্য হলো চীন ও দক্ষিণ কোরিয়ার বিনিময় ও সহযোগিতা বাড়ানো । মৈত্রী সপ্তাহের কর্মসূচীর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়ার শিল্পীদের ন্যাটাভিনয় ,দক্ষিণ কোরিয়ার ভিউকার্ড ও চলচ্চিত্র প্রদর্শন ,দক্ষিণ কোরিয়ার খাবারসহ বহু বিষয় । এ কর্মসূচীর মধ্য দিয়ে ফুচিয়েনের নাগরিকরা দক্ষিণ কোরিয়ার ঐতিহ্য , প্রাকৃতিক দৃশ্য ,দর্শনীয় স্থান ও রীতিনীতি সম্পর্কে জানতে পারেন এবং দক্ষিণ কোরিয়ার খাবারের স্বাদ নিতে পেরেছেন । ।
উল্লেখ্য , এ বছর হল চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কুটনৈতিক সম্পর্ক স্থাপনের পঞ্চদশ বার্ষিকী । এ কর্মসূচী দু'দেশের বিনিময় বর্ষের অন্যতম কর্মসূচী ।
|