|
|
(GMT+08:00)
2007-12-25 19:45:31
|
চীন দেশ- বিদেশের ৪০ লাখেরও বেশী প্যাটেন্টের আবেদন পেয়েছে
cri
২৫ ডিসেম্বর চীনের রাষ্ট্রীয় মেধাস্বত্ব ব্যুরো থেকে জানা গেছে, এ পযর্ন্ত দেশ বিদেশের প্যাটেন্ট আবেদনের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪০ লাখেরও বেশী। জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে প্যাটেন্ট আবেদনের সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। চীনের রাষ্ট্রীয় মেধাস্বত্ব ব্যুরোর একজন কর্মকর্তা বলেন, গত দেড় বছরে যে ১০ লাখ প্যাটেন্ট আবেদন পাওয়া গেছে এর মধ্যে ৬০ শতাংশও বেশী হলো অভ্যন্তরীণ ক্ষেত্রে উদ্ভাবিত প্যাটেন্টের জন্য আবেদন। এ থেকে বোঝা যায় , চীনের স্বতন্ত্র উদ্ভাবনী ক্ষমতা ক্রমেই উন্নত হচ্ছে এবং উদ্ভাবনের গুণগতমানও ভালো হয়েছে। উদ্ভাবন উদ্বুদ্ধ করা ও প্রযুক্তির উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাওয়া সহ বিভিন্ন ক্ষেত্রে প্যাটেন্ট ব্যবস্থার ভূমিকা লক্ষ্যণীয়।
|
|
|