চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিংকান ২৫ ডিসেম্বর বলেছেন , চীন নেপালর শান্তি প্রক্রিয়ার অগ্রগতিকে স্বাগত জানায় ।
সম্প্রতি নেপালের সাতটি দল ২৩ পয়েন্ট চুক্তি স্বাক্ষর করেছে এবং আগামী বছরের এপ্রিল মাসের মাঝামাঝি সময় সংবিধান প্রণয়নের ক্ষমতা সম্পন্ন পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে । এই চুক্তি স্বাক্ষরের ফলে নেপালের রাজনৈতিক অচলাবস্থার অবসান হয়েছে । সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে ছিংকান বলেন , চীন নেপালের শান্তি প্রক্রিয়ার অগ্রগতিকে স্বাগত জানায় । নেপালের বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ হিসেবে চীন আশা করে নেপাল শান্তি প্রক্রিয়ার পথে এগিয়ে যাবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়ন বাস্তবায়নের প্রচেষ্টা চালাবে । এটা নেপালের মৌলিক স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ এবং আঞ্চলিক শান্তি ও উন্নয়নের অনুকুল হবে ।
ছিংকান আরো বলেন , চীন সরকার অন্য দেশের অভ্যন্তরীন ব্যাপারে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে নেপালের জনগণের নিজ দেশের বাস্তব অবস্থা অনুসারে সমাজ ব্যবস্থা ও উন্নয়নের পথ বেছে নেয়ার অধিকারকে সম্মান করে এবং নেপালের শান্তি ও স্থিতিশীলতা বাড়াতে অব্যাহতভাবে গঠনমূলক ভূমিকা রাখবে ।
|