চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক , চীনের প্রেসিডেন্ট হু চিন থাও বলেছেন , কমিউনিষ্ট পার্টির নেতৃত্বাধীন বহুদলীয় সহযোগিতা এবং চীনে কমিউনিষ্ট পার্টির ক্ষমতা প্রয়োগের পাশাপাশি বহুদলের দেশ শাসনে পরামর্শ দেয়ার রাজনৈতিক পরিস্থিতি সুসংবদ্ধ করতে হবে এবং মিলিতভাবে চীনের স্ব-বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্র গড়ে তোলার প্রচেষ্টা চালাতে হবে ।
২৪ ডিসেম্বর পেইচিংয়ে বিভিন্ন গণতান্ত্রিক দল ও চীনের জাতীয় শিল্প ও বণিক ফেডারেশনের প্রবীণ ও নবীণ নেতাদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন ।
হু চিন থাও জোর দিয়ে বলেন , চীনের কমিউনিষ্ট পার্টি ও বিভিন্ন গণতান্ত্রিক দল সহযোগিতার বাস্তব অনুশীলনে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে । আমাদের এ সব অভিজ্ঞতা কাজে লাগিয়ে চীনে বহু দলের সহযোগিতার নতুন পরিস্থিতি সৃষ্টি করতে হবে ।
আলোচনা সভায় চীনের গণতান্ত্রিক দলগুলো এবং জাতীয় শিল্প ও বণিক ফেডারেশনের নেতারা বলেন ,তারা চীনের কমিউনিষ্ট পার্টির ঘনিষ্ঠ বন্ধু হতে চান , দেশ শাসনে নিজের মতামত ও প্রস্তাব পেশ করবেন এবং চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্র গড়ে তোলার কাজে নতুন অবদান রাখবেন ।
|