২৫ ডিসেম্বর সকালে " চীন -ভারতের স্থলবাহিনীর সর্বাত্মক যৌথ সন্ত্রাস দমন মহড়া --২০০৭" -এর তৃতীয় পর্যায়ের প্রশিক্ষণ চীনের খুন মিংয়ে শেষ হয়েছে।
এদিন সকাল সাড়ে সাতটায় এই সর্বাত্মক মহড়া শুরু হয়। চীন ও ভারতের অংশগ্রহণকারী স্থলবাহিনীর"পাহাড়ী এলাকায় যৌথ সন্ত্রাস দমন যুদ্ধ" প্রতিপাদ্য নিয়ে যৌথ পরিচালনা সংস্থা প্রতিষ্ঠা এবং সন্ত্রাস দমন কার্যকরের মহড়া অনুষ্ঠিত হয়। এই সন্ত্রাস দমন মহড়ার মধ্যে অন্তর্ভূক্ত ছিল সন্ত্রাসীদের সশস্ত্র আস্তানা ধ্বংস করা, তাদেরকে ধাওয়া করা এবং জিম্মি উদ্ধার করা ।
এ বারের মহড়ায় হেলিকপ্টার এবং ট্যাংক ব্যবহৃত হয়। মহড়া শেষ হওয়ার পর ," চীন -ভারতের স্থলবাহিনীর সর্বাত্মক যৌথ সন্ত্রাস দমন মহড়া --২০০৭" -এর সমাপনী অনুষ্ঠান শুরু হয়। --ওয়াং হাইমান
|