শুরুতেই ক্রিকেট :
আর প্রথমেই শুরু করছি একটি অবাক করা খবর দিয়ে । যে চীন এতদিন ক্রিকেটে পিছিয়ে ছিল তারা সচেমাত্র খেলা শুরু করে আন্তর্জাতিক ক্রিকেটে সেমিফাইনাল খেলে তাক লাগিয়ে দিয়েছে । এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত অনুর্ধ-১৬ প্রতিযোগিতায় প্রথমবার অংশ গ্রহণ করেই সেমি ফাইনালে উঠে যায় । যদিও তারা সেমিফাইনালে কাতারের কাছে হেরে গেছে । পরাজয়ের পরও চীনা খেলোয়াড়রা খুব খুশি । চীনে আগামী ২৬ ডিসেম্বর থেকে ৬৯টি স্কুলকে নিয়ে জাতীয় চ্যাম্পিয়নশীপের আআয়োজন করছে ।
এদিকে শেষ ম্যাচে বাংলাদেশ টসে জিতে ব্যাট করতে নেমে ৯৪ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে । তবে আশরাফুল আজিজের ২৮ রানের কল্যণে বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের রান একশ পেরুতে পারে । ১২৩ রানের পুজি নিয়ে ম্যাচ জেতার আশা করা রঙ্গিন স্বপ্নের মতোই মনে হচ্ছিল । ঢকায় সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশ সেই স্বপ্ন দেখার আগেই সে ম্যাচ চলে যায় শ্রীলঙ্কার হাতে । ১৬ ওভারে শ্রশীলঙ্কার ওপেনিং জুটিতে ৬৮ রান আসার পর ম্যাচে তাদের জয়টা হয়ে দাঁড়ায় সময়ের ব্যাপার ।
শেষ পর্যন্ত ৬ উইকেটে ম্যট জিতে নেয় তারা । ৩ ম্যাচ জিতে সিরিজ আগেই জিতে নিয়েছিল বাংলাদেশ । এ জয়কে শ্রীলঙ্কা তাই সান্তনা হিসেবেই দেখছে । সকালে টসে জিতে বাংলাদেশ ব্যাটিং বেছে নেয় । শীতের সকালে উইকেটের আর্দ্রতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনাপকে ধসিয়ে দেন শ্রীলঙ্কার দুই পেসার । ফার্নাআন্ডো ২৮ রানে তুলে নেন ৫ উইকেট । পেইরিসের শিকার ৪ উইকেট মাত্র ৩০ রানে ।
বাংলাদেশের ব্যাটসম্যানরা এ খেলায় বলার মত কোন জুটিই গড়ে তুলতে পারে নি । কোটার পুরো ওভারও খেলতে পারে নি । লাঞ্চের আগেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস । ১২৪ রান তারা করতে নেমে শ্রীলঙ্কা বিনা উইকেটে ২৮ রান তুলে নেয় লাঞ্চের আগেই । সিরিজ জেতা বাংলাদেশকে তারা গুড়িয়ে দেয় খেলার শুরু থেকেই ।
ফার্নান্ডো খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন ।
বাংলাদেশ ৩-২ এ সিরিজ জয় করেছে ।
ভারতের প্রস্তুতি ম্যাচ পরিত্যাক্ত
ভারতের এখন নেট প্র্যাকটিসই ভরসা । আগামী বুধবারথেকে পরাক্রমশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মেলবোর্ন টেস্টে । কিন্তু তার জন্য প্রস্তুতি সামান্যই । একমাত্র ভরসা ছিল ভিক্টোরিয়ার বিপক্ষেতিন দিনের প্রস্তুতি ম্যাচটি । শনিবার তার তৃতীয় দিন একটি বল ও খেলা হয় নি বৃস্টির জন্য । আম্পায়াররা ম্যাচটি পরিত্যাক্ত ঘোষনা করেন ।
গল টেস্ট ড্র
যেটা আশঙ্কা ছিল শেষ পর্যন্ত তাই গলোউ । ইংল্যান্ডকে মুক্তি দিল বৃস্টি । গল টেস্টের পঞ্চম দিনের খেলা বৃস্টির জন্য আর এগুতে পারেনি । এ কারনে ম্যাচটি ড্র হয়ে যায় । আর একমাত্র কান্ডি টেস্ট জেতায় শ্রীলঙ্কা তিন ম্যাচের এ সিরিজ জিতেছে ১-০ ব্যবধানে । বৃস্টির আগ পর্যন্ত ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৫১ রান তুলেছিল ।
চ্যপেল-হ্যাডলি সিরিজের আকর্ষণ এখন অনেকটাই কমে গেছে আর এ নিয়ে যখন বিতর্ক চলছে তখন এ সিরিজের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড । আগামী দুই বছর তিন ম্যাচের স্হ৮লে আরো দুই ম্যচ বাড়িয়ে মোট পাঁচ ম্যাচ অনুষ্ঠিত হবে ।
মেয়েদের ২০-২০ বিশ্বকাপ
আইসিসি প্রথমবারের মত টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট আয়োজন করে ব্যপক কফলতা পেয়েছে । তাই তারা এবার মেয়েদেরকে নিয়ে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যান্ছে আইসিসি । সবকিছু ঠিক থাকলে ২০০৯ সালের টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের সঙ্গেমেয়েদেরবিশ্বকাপ ও আয়োজন করা হতে পারে ।
ফটবল
তিনবছর পর এই প্রথমবারের মতো চেলসিকে হারালো আর্সেনাল, তবে এটি খুব ই সময়োচিত । এই জয় আর্সেনালকে ইংলিশ প্রিমিয়ার লীগের শীর্ষস্হান ধরে রাখতে সাহায্য করেছে । আরেকটি ম্যচে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানইউ লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে আর্সেনালের সঙ্গে লড়াইটা টিকিয়ে রেখেছে । ম্যানইউ-লিভারপুল ও চেলসি-আর্সেনাল লড়াইকে নির্দ্ধিদায় সেরা লড়াই বলাযায় । আর্সেনাল তিন বছর পর চেলসিকে হারিয়েছে । অপরদিকে লিভারপুলের মাঠ আনফিল্ডে ছয় ্বছর অপরাজিত থাকার রেকর্ড করলো ম্যানইউ । সবচেয়ে বেশিবার অর্থাত ১৮ বার শিরোপা জিতেছে লিভারপুল ।
|