চীন আন্তর্জাতিক বেতার (সি আর আই) এবং জাপানের এন এইচ কে'এর যৌথ উদ্যোগে "চীন-জাপান নেটওয়ার্ক ব্যবস্থা এবং শীতকালীন সংলাপ" শীর্ষক এক কর্মসূচী ২৪ ডিসেম্বর পেইচিং এবং টোকিওতে একই সময় অনুষ্ঠিত হয়।
চলতি বছর সি আর আই সাফল্যের সঙ্গে তৃতীয় বারের মতো "চীন-জাপান চার ঋতুর নেটওয়ার্ক ব্যবস্থা সংক্রান্ত সংলাপ" আয়োজনের পর চীন ও জাপানের তরুণ-তরুনীদের বন্ধুত্বপূর্ণ ভবিষ্যত" সংক্রান্ত নেটওয়ার্ক ব্যবস্থাধীন সংলাপের আয়োজন করে। এর উদ্দেশ্য হলো চীন ও জাপানের তরুণ-তরুণীদের মধ্যে বিনিময় ও সমঝোতা জোরদার করা। জাপানে চীনের রাষ্ট্র দূত ছুই থিয়ানখাই এবং চীনে জাপানের রাষ্ট্রদূত ইয়ুজি মিয়ামোতো তাদের শুভ কামনার কথা জানিয়েছেন। তাঁরা আশা করেন, দু'দেশের তরুণ-তরুণীরা দু'দেশের মধ্যকার নানা ধরণের বিনিময় তত্পরতায় অংশ নেবে এবং দু'দেশের মৈত্রীকে জোরদার করতে পারবেন। (লিলি)
|