এ বছরের প্রথম ১১ মাসে, চীনের গ্রাম বা ইউনিয়ন পর্যায়ের প্রতিষ্ঠান মোট ৬.১ ট্রিলিয়ন ইউয়ান অতিরিক্ত-মূল্য আয় করেছে। যা গত বছরের একই সময়ের চেয়ে ১৪ শতাংশ বেশি।
২৪ ডিসেম্বর চীনের কৃষি মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
রপ্তানী ক্ষেত্রে প্রথম ১১টি মাসে চীনের গ্রাম বা ইউনিয়ন পর্যায়ের প্রতিষ্ঠানের রপ্তানী গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি হয়েছে। গ্রাম ইউনিয়ন পর্যায়ের শিল্পপ্রতিষ্ঠান দ্রুত উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে।
চীনের গ্রাম বা ইউনিয়ন পর্যায়ের প্রতিষ্ঠান হচ্ছে কৃষকদের প্রতিষ্ঠিত পণ্যদ্রব্যের উত্পাদন, বিনিময় ও পরিসেবা প্রদানকারী সংস্থা। ১৯৭৯ সাল থেকে চীনের গ্রাম বা ইউনিয়ন পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর দ্রুত উন্নয়ন হয়েছে। বর্তমানে গ্রাম বা ইউনিয়ন পর্যায়ের প্রতিষ্ঠান চীনের অর্থনীতির গুরুত্বপূর্ণ মেরুদণ্ড হিসেবে অবশিষ্ট গ্রামীণ শ্রম-শক্তির কর্মসংস্থান সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। (খোং চিয়া চিয়া)
|